ব্যবহারকারী আলাপ:Farhan Tillok

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ইউনুছ মিঞা কর্তৃক ১৩ দিন আগে "ব্যারিস্টার তাহমিদুর রহমান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

রিচার্ড ড্যানাট নিবন্ধ নিয়ে কথা[সম্পাদনা]

@Farhan Tillok বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি সম্প্রতি রিচার্ড ড্যানাট নামে একটি নিবন্ধ তৈরি করেছেন। যেখানে অনেক লেখা অনুবাদ করা হয় নাই। নিবন্ধের লেখা গুলো অনুবাদ করার জন্য অনুরোধ রইলো। এবং তথ্যসূত্র গুলোও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করবেন। ইউনুছ মিঞা (আলাপ) ১৮:৪৫, ৫ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ইউনুছ ভাই আপনার গুরুত্বপূর্ণ উপদেশ এর জন্য, আমি অবশ্যই সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করবো। Farhan Tillok (আলাপ) ১৯:০৭, ৫ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যারিস্টার তাহমিদুর রহমান পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে[সম্পাদনা]

ব্যারিস্টার তাহমিদুর রহমান পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি নিম্নোক্ত কারণে করা হয়েছে:

খসড়া:ব্যারিস্টার তাহমিদুর রহমান পাতায় মানোন্নয়ন করে পর্যালোচনার জন্য জমা দিন

দ্রুত অপসারণ নীতিমালার অধীনে এইরূপ পাতাগুলো যেকোন সময় অপসারণ করা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Yahya (আলাপ) ০৭:১৩, ৬ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যারিস্টার তাহমিদুর রহমান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ব্যারিস্টার তাহমিদুর রহমান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ব্যারিস্টার তাহমিদুর রহমান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ইউনুছ মিঞা (আলাপ) ১১:০৪, ৬ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন