ব্যবহারকারী আলাপ:Md Shadin Sorker

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Md Shadin Sorker কর্তৃক ১৩ দিন আগে "Plz help my famille" অনুচ্ছেদে

মে ২০২৪[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৬:২৪, ২০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Plz help my famille[সম্পাদনা]

আসসালামু আলাইকুম স্যার। আমার অভিযোগ যারা টাকার বিনিময়ে সরকারি চাকরি দেন তাদের বিরুদ্ধে আমি খুব বিপদের মধ্যে আছি আমার স্ত্রী আর আমি মোটামুটি ভালই ছিলাম আমার বিয়ের বয়স তিন বছর।একজন কলেজের দপ্তর তিনি আমার শাশুড়ির বাসায় যায় এবং সে বেশ কয়েকটা মেয়েকে চাকরি দেবে বলে সেই এলাকার কয়েকজনের কাছ থেকে  বলে টাকা তুলেছে আমার বউকে চাকরির কথা বলেছে ইতিমধ্যে ১ লাখ টাকা জমা নিয়েছে এখন বিষয়টা তারা আমাকে বলে আমি তো আমার বউকে ৫ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিব না প্রাইমারি স্কুলে  আয়ার চাকরি আমি বললাম পড়াশোনা করে ভালো কিছু করতে কিন্তু সে ৫ লক্ষ টাকা দিয়ে এই চাকরিটা নিতে যাচ্ছে আমি চাচ্ছি যে ব্যক্তি টাকা নিয়ে এভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করছে আপনারা তথ্য নিলে পাবেন অনেক  মেয়ের কাছ থেকে টাকা নিছে আমি চাচ্ছি যে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে যারাই অর্থগুলো হাতে নিচ্ছে তাদের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা আনা হোক এই চাকরিটার কারণে আজ আমার সংসার ভাঙতে বসেছে Md Shadin Sorker (আলাপ) ১৬:২৭, ২০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন