ব্যবহারকারী আলাপ:MdsShakil/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ বছর পূর্বে "অভিনন্দন" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৫

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

ডিসেম্বর 2019

হ্যালো, আমি NahidSultan। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার সাবিলা নূর পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩১, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

অপসারণ প্রস্তাবনা

শাকিল ভাই, আপনি ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে কিছু কাজ করেছেন দেখে খুশি হলাম। একটু খেয়াল রাখবেন, যে সব নিবন্ধ দ্রুত অপসারণের যোগ্য, সেগুলোতে অপসারণ প্রস্তাবনা না দিয়ে দ্রুত অপসাণের জন্য মনোনীত করবেন। আপনার উইকিযাত্রা শুভ হোক।—ইয়াহিয়াআলাপ০৪:০০, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ ইয়াহিয়া ভাই,আমি বিষয়টি মাথায় রাখবে। - শাকিল হোসেন আলাপ ০৪:০৭, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)

নভেম্বর ২০২০

এই টাইপের নিবন্ধ গুলোতে অপসারণ প্রস্তাবনা দেওয়ার কোন প্রয়োজন নাই। এটা দ্রুত অপসারণের জন্য db ট্যাগগুলো দিবেন। অপসারণ প্রস্তাবনা দিবেন এমন বিষয়ে যেগুলো রাখবে কি রাখবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ সৃষ্টি হয়! ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৮:০৩, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@হ্যালো শাকিল ভাই, আমি আবু জার গিফারী (Abu Jar Gifary)। আমি সম্প্রতি বাংলাদেশের বিশেষ ক্যাটাগরির রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ এর পাতা যুক্ত করেছি । এটি আমার প্রথম কাজ । আমি আপনাদের কাজ দেখে উৎসাহিত হয়ে কাজ শুরু করার চেষ্টা করেছি । কিন্তু আমার হইত কিছু ত্রটি ছিল কারন এটি সম্পর্কে তেমন অবগত ছিলাম না । পরে যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার । অনুগ্রগ করে আমার সম্পাদনা দেখে আমার আলাপ পাতায় বার্তা রাখতে উপকৃত হব । আশরাফ মাহমুদ পেজ টি অপসারন না করার জন্য অনুরোধ জানাচ্ছি । ~ আবু জার গিফারী আলাপ

@Abu Jar Gifary ভাই, আপনার আগ্ৰহ দেখে সত্যিই খুশি হয়েছি।আপনি উইকি সম্পাদনা চালু রাখুন,উইকি নীতিমালা গুলো পড়ে নিবন্ধ তৈরি করুন,এক জায়গায় আটকে থাকবেন না। তাছাড়া এখন উইকিতে বিশেষ এডিটাথন চলছে,উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এখানেও অংশগ্রহণ করতে পারেন। - শাকিল হোসেন আলাপ ০৯:৩৯, ২৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

ধ্বংসপ্রবণতারোধী পদক
সুপ্রিয় শাকিল ভাই, ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিলকরণে আপনার অবদান প্রশংসনীয়। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই কামনায়... — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:৪৬, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@সাফী মাহফূজ ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে। - শাকিল হোসেন আলাপ ১২:৫৪, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

নভেম্বর ২০২০

একই নিবন্ধ দুইবার তৈরি হলে তাতে অপসারণ প্রস্তাবনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুনর্নির্দেশ করে দিলেই হবে। - ওয়াইস আলাপ ১৩:৪৯, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

করতে চেয়েছিলাম এইটা কিন্তু এক্ষেত্রে অভিজ্ঞতা কম তাই দ্রুত অপসারণ ট্যাগ যুক্ত করি আর বার বার নিবন্ধ প্রণেতা দ্বারা ট্যাগ সরিয়ে ফেলায় অপসারণ প্রস্তাবনা দেই। পুনর্নির্দেশ তথ্য সংবলিত কোন পাতা আছে কি? -শাকিল হোসেন আলাপ ০৭:৩২, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
পিং না করলে নোটিফিকেশন আসে না। তাই কোনকিছু বলতে চাইলে অবশ্যই পিং করবেন। পুনর্নির্দেশনা সম্পর্কে জানতে উইকিপিডিয়া:পুনর্নির্দেশনা দেখুন। - ওয়াইস আলাপ ০৭:১১, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: ধন্যবাদ ভাই, আলসেমির জন্য করা হতো না, এখন নিয়মিত করবো। -শাকিল হোসেন আলাপ ০৭:৩২, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ

একজন আইপি ব্যবহারকারী দুবার আমার তৈরী দুটি নিবন্ধে ধবংসপ্রবণ সম্পাদনা করেছিল,আপনি সেই সম্পাদনা বাতিল করেছেন, অসংখ্য ধন্যবাদ।🙏 ভালো থাকবেন। আর অনুগ্রহপূর্বক ওই আইপি ব্যবহারকারীর অন্যান্য ধবংসপ্রবণ সম্পাদনায় নজরদারি রাখুন। REVENGER IHM AA S (আলাপ) ১৩:৫৪, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ওনার সম্পাদনা আমার নজরে আছে তাছাড়া প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ ও করা হয়েছে। আশা করা যায় কোন ব্যবস্থা নেওয়া হবে। - শাকিল হোসেন আলাপ ১৩:৫৮, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ভালো হয়েছে। ধ্বংসপ্রবণতা সাম্প্রতিক খুব বেড়ে গেছে। এ ব্যাপারে একটা পদক্ষেপ নিলে ভালো হয়। আর আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, যখন আপনি কারোর বার্তার উত্তর দিবেন,তখন লেখার শুরুতে @ব্যবহারকারীর নাম:(উৎস সম্পাদনায় গিয়ে দেখুন) দিয়ে তারপর আপনার বক্তব্য লিখবেন,নাহলে কিন্তু বিজ্ঞপ্তি আসবে না,যেমন আপনি আমার বার্তার উত্তর দিয়েছেন কিন্তু আমার কাছে বিজ্ঞপ্তি আসেনি, আপনাকে আমার আলাপ পাতায় এসে দেখতে হল আপনি আমার বার্তার উত্তর দিয়েছেন কিনা। উদাহরণ হিসেবে দেখুন @REVENGER IHM AA S:(উৎস সম্পাদনায় গিয়ে দেখুন), এইভাবে করবেন। ধন্যবাদ।

@REVENGER IHM AA S: আসলে,ব্যাপারটা আমি জানতাম না এমন না, আলসেমির কারণে দেওয়া হতো না, বিষয়টি উল্লেখ করার জন্য ধন্যবাদ। -শাকিল হোসেন আলাপ ০৫:১৫, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

চিত্র:সুতিয়াখালী সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র.jpeg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

চিত্র:সুতিয়াখালী সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র.jpeg উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; চিত্র:সুতিয়াখালী সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র.jpeg নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৫১, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

তথ্যছকে ধারণা দেওয়ার জন্য এইরকম চিত্র ব্যবহার করা যাবে না? -শাকিল হোসেন আলাপ ১৬:৫৪, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

যাবে না, অনুগ্রহ করে নিজের তোলা নয় এমন চিত্র উইকিপিডিয়ার নিবন্ধে যোগ করবেন না। শুধুমাত্র লোগো, পোস্টার, মৃত ব্যক্তির সৌজন্যমূলক চিত্র ব্যবহার করা যাবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০৭, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)

উৎস উদ্ধার

শুভেচ্ছা নিন। আপনাকে তথ্যসূত্র উদ্ধার করতে দেখি। এটি হাতদ্বারা করার দরকার নেই। বাংলা উইকিতে এই কাজের জন্য ব্যবহারকারী:InternetArchiveBot আছে। কোনও সূত্র অকার্যকর হয়ে গেলে বট স্বয়ংক্রিয়ভাবে তা ঠিক করে দিবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৫, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

সুধী, আপনার সম্প্রতি বাতিলকৃত সম্পাদনাটি একজন ব্যুরোক্রেট কর্তৃক পরীক্ষিত হয়েছিল। আইপি ব্যবহারকারী মাত্রই ধ্বংসপ্রবণ ধারণা করা যাবে না। সম্পাদনাটি আপনি বাতিল করুন। নয়তো তা সম্পাদনা যুদ্ধ হিসেবে গণ্য হবে, যা নিবন্ধের আলাপ পাতায় চলমান আলোচনাকে প্রভাবিত করবে। ধন্যবাদ। — আদিভাইআলাপ১৪:১১, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017:,সম্পাদনাটি কেও পরিক্ষা করেছেন বিষয়টি আমার এখানে দেখা যায় নি(সম্পাদনা বাতিলের সময়)। আমার কাছে সম্পাদনাটি অপ্রয়োজনীয় মনে হয়েছিল,যা আমার ভুল ছিল। আমি এইজন্য দুংখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরোও সাবধানে কাজ করার অঙ্গীকার করছি,আশা করবো এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। -শাকিল হোসেন আলাপ ১৪:২৬, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

দ্রুত অপসারণ প্রস্তাবনা

সুপ্রভাত শাকিল ভাই। সকাল সকাল বেশ কিছু নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়ে কাজে লেগে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। তবে একটি বিষয়, যখন ট্যাগ লাগানো হবে, তখন অবশ্যই নিবন্ধের নির্মাতাকে (যদি নিবন্ধিত ব্যবহারকারী হন) বিষয়টি অবহিত করতে হবে। নয়তো উনার তৈরি একটি নিবন্ধ অপসারিত হবে, আর উনি জানতেই পারবেন না। প্রতিটি ব্যবহারকারীকেই সুযোগ দেওয়া উচিত, উনি কেন এই নিবন্ধটি তৈরি করলেন, কিংবা কেন নিবন্ধটিকে মোছা হবে না, সেটা পরিষ্কার করতে। আপনি ট্যাগ লাগিয়ে সম্পাদনা সংরক্ষণ করার পর ট্যাগের বিস্তারিততে সবার নিচে একটি কোড পাবেন। সেই কোডটি কপি করে ব্যবহারকারীর আলাপ পাতায় পেস্ট করে দিবেন। ব্যস, ট্যাগ লাগানোর দায়িত্ব সম্পন্ন। আবার মাঝে মাঝে খেয়াল রাখবেন, ব্যবহারকারী ওইসব নিবন্ধের আলাপ পাতায় কোনো বার্তা রেখে যাচ্ছেন কিনা। আর উপযুক্ত ক্ষেত্রে বার্তার উত্তর হিসেবে আপনি কেন মনে করেন নিবন্ধটি রাখার উপযুক্ত নয়, তার জবাবদিহিতাও আপনার ওপর বর্তায়। :) শুভেচ্ছা রইলো। — আদিভাইআলাপ০৪:৩৩, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: যদি নিবন্ধের নির্মাতা কোন আইপি ব্যবহারকারীও হন তাকেও আমি বার্তা দেওয়ার চেষ্টা করি এবং আলাপ পাতাগুলো নিয়মিত দেখার চেষ্টা করি, মাঝেমধ্যে দুই একটা বাদ যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। -শাকিল হোসেন আলাপ ০৫:৩৮, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আইপি ব্যবহারকারী বার্তা পান কিনা, তা নিয়ে আমার সংশয় আছে। @আফতাবুজ্জামান: ভাইকে জিজ্ঞাসা করতে চেয়েও মনে থাকে না। যাই হোক, এই সুযোগে আফতাব ভাই আশা করি উত্তর দিতে পারবেন, আইপিতে বার্তা দেওয়া ফলপ্রসূ কিনা। — আদিভাইআলাপ০৫:৪৫, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: হ্যা আইপি ব্যবহারকারী বার্তা পান।এবং এটি অবশ্যই ফলপ্রসূ। 103.134.192.15 (আলাপ) ১০:১১, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ। আইপি ব্যবহারকারীদের ধন্যবাদ জানানোর অপশন নেই, নয়তো, যাকে বলে আনুষ্ঠানিকভাবে, ধন্যবাদ জানিয়ে দিতাম। কী আর করা? এভাবেই ধন্যবাদ গ্রহণ করুন। আদিভাইআলাপ১০:২৯, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017 :যেহেতু বার্তা দিলে পান, সেহেতু ধন্যবাদ দেবার অপশন থাকলে ধন্যবাদ দিলে অবশ্যই পাবেন। তাই এই অপশনট থেকে আইপি ইউজারদেরকে বঞ্চিত রাখা উচিত না। কি বলেন...? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:৩৫, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz: দুর্ভাগ্যবশত অপশনটাই নাই। :( — আদিভাইআলাপ১৪:৪২, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: 😣😢😭 — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:৪৬, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

শাহাবুদ্দীন ডিগ্রি কলেজ

আলহাজ্ব, মরহুম ও সাহেব সম্মানসূচক পদবি । উইকিপিডিয়ায় কোনো ব্যক্তির নামের শেষে/আগে সম্মানসূচক উপাধি যোগ করা বর্জনীয় । তাই আমি সংশোধন করে দিয়েছি। এ বিষয়টি খেয়াল রাখার অনুরোধ রইল। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৯:১৭, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003:,মৃত ব্যক্তির তথ্য উল্লেখ করার ক্ষেত্রে কি হবে? -শাকিল হোসেন আলাপ ০৯:২১, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@MdsShakil:,মৃত ব্যক্তির নামের আগে আপনি উইকিপিডিয়ায় প্রয়াত, স্বর্গীয়, মরহুম- এ কথাগুলো নিবন্ধে লিখতে পারবেন না। আপনি উইকিপিডিয়ার নিবন্ধগুলো পড়ে দেখুন। সেখানে মৃত ব্যক্তি যে মারা গেছেন, সেটা কোনো কোনো জায়গায় তার মৃত্যুর তারিখ/সাল সহ লিপিবদ্ধ রয়েছে। তবে প্রয়াত, স্বর্গীয় ও মরহুম বিশেষণে বিশেষায়িত করার প্রচলন নেই। কোনো ব্যক্তি মারা গেলে আপনি ব্র্যাকেটে তার জন্মসাল-মৃত্যুসাল জানান দিয়ে রাখতে পারেন। যেমন- কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬), কিন্তু মরহুম কাজী নজরুল ইসলাম লেখা যাবে না। আর "সাহেব", "আলহাজ্ব" কখনোই লিখবেন না। মনে রাখা প্রয়োজন, উইকিপিডিয়া কী নয়#উইকিপিডিয়া কোনো সংবাদপত্র নয়। তাই সংবাদপত্রের স্টাইলে নিবন্ধ রচনা করা যাবে না। আপনার নিবন্ধটি ভালো হয়েছে, তবে আরো তথ্য+তথ্যসূত্র প্রয়োজন। ধন্যবাদান্তে, চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৯:৩১, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
মরহুম কোনো ব্যক্তির নামের অংশ নয়। উপরন্তু ধর্মীয় উপাংশ। কাজেই বর্জনীয়। — আদিভাইআলাপ০৯:৩২, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: ধন্যবাদ নিবন্ধটি নিয়ে এখনো কাজ করছি, আশা করি সামনে আরোও তথ্য+তথ্যসূত্র যুক্ত হবে। -শাকিল হোসেন আলাপ ০৯:৪৮, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: পরামর্শের জন্য ধন্যবাদ। -শাকিল হোসেন আলাপ ০৯:৪৮, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

শিক্ষকদের নামের তালিকা

@MdsShakil: আপনি শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ নিবন্ধে শিক্ষকদের নামের তালিকা দিয়েছেন। উইকিপিডিয়া এটা বিশ্বকোষ, ফেসবুক নয়। আরো কয়েকটি কলেজের নিবন্ধ দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন কি করা উচিত।  কুউ পুলক   🖂  ১০:২৮, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়ায় আদর্শ ধর্তব্য নির্বাচিত নিবন্ধ নটর ডেম কলেজ, ঢাকা দেখুন। — আদিভাইআলাপ১০:৩০, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ওটা প্রতিষ্ঠান পরিচালনাকারী অধ্যক্ষদের তালিকা। শিক্ষকদের তালিকা নয়।  কুউ পুলক   🖂  ১৪:২১, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক: এই নিবন্ধে আমি একদিন শিক্ষকদের নাম যোগ করছিলাম, তাতে আফতাব ভাই বাধা দিয়েছিলেন। :) — আদিভাইআলাপ১৪:৪৪, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

বার্তা

আইপি ব্যবহারকারীকে বার্তা দেয়ার প্রয়োজন নেই। এগুলো ওই সম্পাদকের চোখে পরবে না।—ইয়াহিয়াআলাপ০৬:৫৫, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Yahya: আমার আলাপ পাতায় ই এক আইপি ব্যবহারকারী বলেছিলেন বার্তা পাওয়ার কথা। উপরে দেখেন। -শাকিল হোসেন আলাপ ০৮:৩২, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
যারা একই আইপি দিয়ে নিয়মিত সম্পাদনা করেন, তাদের দিতে পারেন। বেশিরভাগ আইপিই শেয়ার্ড আইপি ব্যবহার করে। এক্ষেত্রে বার্তা দেয়া অপ্রয়োজনীয়। গণহারে সব আইপিকে বার্তা দেয়া সময়ের অপচয়ও। —ইয়াহিয়াআলাপ০৯:২৫, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

বুঝিনি

বলেনন তনয় ভট্টাচার্য (আলাপ) ১০:৪৭, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@তনয় ভট্টাচার্য: কোনটি বুঝেননি বলেন -শাকিল হোসেন আলাপ ১১:০৩, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

পরামর্শ

এভাবে চেষ্টা করতে পারেন American Sports Network Miad I Mahbub BD (আলাপ) ১৪:১৯, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য এক কাপ চা!

হরলিক্স নাই তা খা Md Rohit Khan Patowary (আলাপ) ১৪:২৭, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

দ্রুত অপসারন লগ

ভাই, দ্রুত অপসারন লগের উপপাতাটি কিভাবে কাজ করে? বলে দিবেন? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৪৮, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: উইকিপিডিয়া:টুইংকল/পছন্দসমূহ থেকে দেখুন, অপশন আছে। ডেস্কটপ মোড ব্যবহার করবেন। -শাকিল হোসেন আলাপ ১৩:৫৫, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

করেছি, এখন কি করতে হবে? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৫৭, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz:দ্রুত অপসারণ প্রস্তাবনাগুলোর তালিকা ব্যবহারকারীর নাম সংরক্ষন করুন এটি সক্রিয় করবেন,তারপর পরিবর্তন টি সংরক্ষণ করবেন। -শাকিল হোসেন আলাপ ১৩:৫৭, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@MdsShakil: করেছি, এখন কি করব? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:০১, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: আপাতত কাজ শেষ, এখন কোন নিবন্ধে টুইংকেল ব্যবহার করে অপসারণ প্রস্তাবনা দিলে অটোমেটিক দ্রুত অপসারন লগের উপপাতায় যুক্ত হবে -শাকিল হোসেন আলাপ ১৪:০৩, ৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

সাহায্য

ভাই, ব্যক্তিগত তথ্য টেম্পলেটে কীভাবে ‘আমার অবদান’ শিরোনাম লাগাব? আর স্বাক্ষর কীভাবে লেখে? নাজিম খান (আলাপ) ০৯:৫৭, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@নাজিম খান:আপনার এই লেখে র পর যুক্ত হওয়া নাজিম খান (আলাপ) ই আপনার স্বাক্ষর। ব্যক্তিগত তথ্য টেমপ্লেটে 'আমার অবদান' জাতীয় শিরোনাম যুক্ত করা যায় না, সম্পাদনা সংখ্যা যুক্ত করতে পারেন। -শাকিল হোসেন আলাপ ১০:২৬, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

কিন্তু নাজিম খান (আলাপ) ১০:২৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)শাকিল হোসেন কীভাবে লিখলেন?

@নাজিম খান: আপনার পছন্দসমূহ পাতা থেকে স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। -শাকিল হোসেন আলাপ ১০:৩৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

সাহায্য

সাহায্য
ইসলাম ও হস্তমৈথুন নিয়ে আমার সম্পাদনা বারবার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নষ্ট করা হচ্ছে। দলিল বা সত্য মানুষের কাছ থেকে লুকাতে তারা এসব করছে। আওফতাবুজ্জামান ও Yahya এই অসৎ কাজটি করছে। আপনার সাহায্য ও পরামর্শ চাই। লিংক নিচে-ইসলাম ও হস্তমৈথুন

Abdus.Salam.24 (আলাপ) ১৫:২১, ১৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Abdus.Salam.24: আফতাব ভাই, ইয়াহিয়া ভাই দুজনই অভিজ্ঞ ব্যবহারকারী। আফতাব ভাই একজন প্রশাসকও বটে। তাছাড়া আপনার কথাবার্তায় আমার মনে হচ্ছে আপনার মতামত টি জোড়পূর্বক নিবন্ধে যুক্ত করছে চাচ্ছেন যেই বিষয়টি বিতর্কিত। আসলে কোন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে আলোচনা পাতায় আলোচনা করে বির্তকটির সমাধান করা হয়। আপনি নিবন্ধের আলাপ পাতা ব্যবহার করুন। গণহারে ব্যবহারকারীদের বার্তা প্রদান থেকে বিরত থাকুন, এটি স্প্যামিং এর শামিল। -শাকিল হোসেন আলাপ ১৫:৩০, ১৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

বলদ (২)

আহা ভাই, কাটলেন কেন? রেখে দিতেন। যখনই মন খারাপ হতো আলাপ পাতায় এসে "বলদ"টার কথাবার্তা পড়ে মনটা হালকা করে নিতে পারতেন। মানুষ পারেও বিনোদন দিতে! উইকিপিডিয়ায় এসব হালকা পাতলা ফেস করতেই হয়। মন খারাপ করবেন না একদম। :) — Meghmollar2017আলাপ১৮:৩২, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

পুনশ্চঃ তবে আমার পরামর্শ হবে ব্যবহারকারী পাতায় ফেসবুক, টুইটার ইত্যাদি অ্যাকাউন্টের তথ্য না রাখা। কারণ উইকিপিডিয়ায় ব্লক খেয়ে অনেক ব্যবহারকারী ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরির চেষ্টা করে। হুমকি দেয় এমনকি প্রচণ্ড টিজ করে। তাই leave no track. — Meghmollar2017আলাপ১৮:৩৬, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: সংগ্ৰহশালায় সযন্তে রেখেছি ভাই😑, এখানে সরাসরি কেও দেখলে হয়তোবা অন্যরকম বার্তা পেত, তবে একটা বিষয় মোটামুটি নিশ্চিত ছিলাম একাউন্টটি নিশ্চয় কোন বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর ছিল। আর পরামর্শের জন্য ধন্যবাদ, তথ্যগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে.. -শাকিল হোসেন আলাপ ১৮:৪২, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

শুভকামনা রইলো। আমি অলরেডি আফতাব ভাইকে বলে সরিয়ে দিয়েছি। এখন পাতাটি নতুনভাবে সাজাবো। :) — Meghmollar2017আলাপ১৮:৪৭, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: কাজ শুরু করেছি, মোটামুটি কিছু শেষ করে রাখলাম -শাকিল হোসেন আলাপ ২০:০৯, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: এটা দেখুন -শাকিল হোসেন আলাপ ১৮:২০, ১৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

কালে কালে কত হলো, পুলি পিঠের লেজ গজালো! কিন্তু সত্যি বলতে মিয়াদও এসবে জড়িত হবে, সেটা ভাবি নি। বেচারা খুব ভালো কাজ করেছিল কয়দিন। অপরাধীর প্রতি সিমপ্যাথি দেওয়াই যায়, কিন্তু অপরাধের প্রতি নয়। নাহিদ ভাই এসব বিষয়ে করিৎকর্মা। উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/ShahadatHossain দেখুন। এটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো। সক নিয়ে আমার একটু গবেষণা করা দরকার। — Meghmollar2017আলাপ০৩:২৩, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: সকের মোটামুটি সবগুলো তদন্তই পড়লাম, নিঃসন্দেহে নাহিদ ভাই এক্ষেত্রে সেরা। 'মিয়াদের এইরকম কাজ' আমারও খারাপ লেগেছে বিষয়টা জেনে, ইংরেজি উইকির আমার আলাপ পাতায় বার্তা দিয়েছে দেখলাম এখানে -শাকিল হোসেন আলাপ ০৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

ধ্বংসপ্রবণতারোধী পদক
আপনাকে অভিনন্দন। আপনি সফলভাবে আমাদের, টহলদাতাদের, মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন(!)। আপনার ধ্বংসপ্রবণতাবিরোধী কর্মকাণ্ডের জন্য আমার পক্ষ থেকে একটি ছোট্ট পদক। ভালো থাকবেন। সম্পাদনা শুভ হোক। — Meghmollar2017আলাপ১০:৩৪, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: ধন্যবাদ ভাই। আমি আমার পক্ষ থেকে কিঞ্চিৎ প্রচেষ্টা করে যাচ্ছি বিশ্বকোষকে পরিষ্কার রাখার -শাকিল হোসেন আলাপ ১০:৫৪, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ/সমাপনী পর্ব

সুপ্রিয়, উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষে আপনার জমা দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা নিবন্ধটি ত্রুটিপূর্ণ অনুবাদ হওয়ায় আমাদের এক বা একাধিক পর্যালোচক সেটি গ্রহণ করতে পারছেন না। অনুগ্রহ করে সাবলীলভাবে বাংলায় ভাষান্তর করুন। সংশোধন শেষ হলে আমার আলাপ পাতায় জানালেই হবে। আপনার জন্য শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ১৬:৪৫, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Aishik Rehman: নিবন্ধটি "নথির পাঠ্য" অংশ অনুবাদের ক্ষেত্রেই সমস্যা হয়েছে (রাজকীয় ভাষা একটু কঠিনই)। আমি ইনশাআল্লাহ আবার এই অংশটুকু সাবলীল করার করবো। -শাকিল হোসেন আলাপ ১৭:১৪, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Aishik Rehman: নিবন্ধটি এখন একটু দেখুন, যথাসম্ভব সাবলীল করার চেষ্টা করেছি -শাকিল হোসেন আলাপ ১৭:৪০, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

সম্পাদনা অপসারণের কারণ

সুধী, কোনো নিবন্ধে সম্পাদনা রিভার্ট করার সময় সম্পাদনা সারাংশে কারণ দেওয়ার চেষ্টা করুন (বিশেষ করে যদি ব্যবহারকারী অনিবন্ধিত হন)। প্রয়োজন মনে করলে ব্যবহারকারী আলাপ পাতায় (যদি নিবন্ধিত হন) সেটির ব্যাখ্যা রাখুন। অনেক ব্যবহারকারী তার ভুলটি কোথায় ধরতে পারেন না। সেক্ষেত্রে এটি তার জন্য সহায়ক হবে। :) — Meghmollar2017আলাপ১৬:৫৯, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: যদি উল্লেখযোগ্য মনে হয় (যেমন, স্প্যাম/বিশ্বকোষীয় নয়, অযৌক্তিক তথ্য) এক্ষেত্রে সারাংশে উল্লেখ করার জন্য সবসময় চেষ্টা করি। কিছু ক্ষেত্রে যেমন সম্পাদক নিজের নাম যুক্ত করেছেন এই জাতীয় সম্পাদনা রির্ভাটে কারণ যুক্ত করাটা সময়ের অপচয় ই মনে হয় -শাকিল হোসেন আলাপ ১৭:১০, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
সেক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন মনে হয়। অনেককে দেখেছি উইকিপিডিয়াকে ব্লগের মতো ভাবেন। তাই নাম যোগ করেন। আবার এও দেখেছি প্রথম প্রথম ধ্বংসপ্রবণতা চালালেও যখন বললাম আপনাকে নিবন্ধে সহায়তা করবো, তখন আবার সব ঠিক। (গোপন কথা: এটা আফতাব ভাইয়ের থেকে শিখেছি। এই হলো আফতাব ভাইয়ের জনপ্রিয়তার সিক্রেট)। ;) — Meghmollar2017আলাপ১৭:২৩, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: সহয়তার‌ বিষয়টি আসলে সম্পাদনার আগ্ৰহকে বাড়িয়ে তুলে, শুরুতে আমার প্রায় ১৬/১৭ টার মতো নিবন্ধ দ্রুত অপসারণ হয়েছে কারণ আমি জানতাম ই না কোনগুলো থাকার যোগ্য আর কোনগুলো নয়, এইসময় কয়েকজন পুরোনো সম্পাদকের সহায়তায় (আপনিও ছিলেন মনে হয়) আমার সম্পাদনার আগ্ৰহ সৃষ্টি হয় এবং নীতিমালাগুলো পড়ে আবারো সম্পাদনা+নিবন্ধ তৈরি শুরু করি। আপনার পরামর্শ ইনশাআল্লাহ মাথায় থাকবে, প্রয়োগ করার চেষ্টা করবো সর্বক্ষেত্রে.. -শাকিল হোসেন আলাপ ১৭:৫০, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

আমি সকল তথ্য সঠিক দিলাম। Azadiu (আলাপ) ০২:০৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Azadiu: আপনার তৈরিকৃত নিবদ্ধের উল্লেখিত ব্যাক্তি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা/ব্যক্তি অনুসারে উল্লেখযোগ্য ছিলেন না তাই একজন প্রশাসক এটি ডিলিট করে দিয়েছেন। নিবন্ধ তৈরি করার ইচ্ছা থাকলে ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন -শাকিল হোসেন আলাপ ০৩:৩০, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

পুনর্নির্দেশ?

@MdsShakil: পাতা পুনর্নির্দেশ করার উপায় ভুলে গেছি! সাহায্য করুন। ভোরের পাখি আলাপ ১৬:১৭, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: আমি একটা করে দিয়েছি, এটা নিয়ে জানতে উইকিপিডিয়া:পুনর্নির্দেশনা পাতাটি দেখুন, ইংরেজি নাম থেকে করা প্রয়োজন হলে বলবেন -শাকিল হোসেন আলাপ ১৬:২০, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@MdsShakil: কিছুটা বুঝেছি।আপনি যদি খোলামেলা বিস্তারিত বলতেন খুব উপকার হতো।মানে পুননির্দেশ এর পুরো প্রক্রিয়াটি যদি বলতেন।এই আরকি!ভোরের পাখি আলাপ ১৬:৩৯, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: পুনর্নির্দেশ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একই শিরোনামে একাধিক নিবন্ধ রাখা যায়। ধরেন ক নামে একটি নিবন্ধ তৈরি করেছেন যা খ নামেও পরিচিত তো এখন কি করবেন দুই শিরোনাম ত আর উইকিতে একসাথে থাকবে না, এইসময় খ নামে একটি নতুন নিবন্ধ তৈরি করবেন এবং নিবন্ধে লিখবেন #পুননির্দেশ তাহলে কেও খ নামে অনুসন্ধান করে যদি খ পাতায় যায় তাহলে তাকে অটোমেটিক ক পাতায় নিয়ে যাওয়া হবে এবং পুননির্দেশ বার্তা দেখাবে, আশা করি বুঝেছেন প্রশ্ন থাকলে করতে পারেন -শাকিল হোসেন আলাপ ১৬:৪৬, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@MdsShakil: শেষ প্রশ্নগুলো;আপনি যে প্রক্রিয়ার কথা বললেন, ধরেন সে প্রক্রিয়ায় ক এবং খ নিবন্ধ তৈরী করলাম।এক্ষেত্রে খ নিবন্ধের পুরো অংশে কি শুধু #পুননির্দেশ ক লেখাটুকুই থাকবে? আর এটি কি তবে দ্রুত অপসারণযোগ্য হবে না? জানালে কৃতার্থ হবো।ভোরের পাখি আলাপ ১৬:৫৫, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: প্রথমত, খ নিবন্ধে শুধুমাত্র #পুননির্দেশ [[ক]] অথ্যাৎ সংযোগ সহ শুধুমাত্র এই অংশটুকু থাকবে। দ্বিতীয়ত সঠিক কোন পুননির্দেশ দ্রুত অপসারন হবে না -শাকিল হোসেন আলাপ ১৭:০২, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@MdsShakil: ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ১৭:০৪, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

রোলব্যাক

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে (আফতাব ভাই করে দিয়েছেন)ধ্বংসপ্রবণতা রোধে রোল্যব্যাক অধিকারটির যথাযথ ব্যবহার করবেন এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। শুভ কামনা ও ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ১৮:৩২, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Nahian: পরামর্শের জন্য ধন্যবাদ, আমি সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের সাথে অধিকারটি ব্যবহারের সর্বোচ্চ প্রচেষ্টা করবো -শাকিল হোসেন আলাপ ১৮:৩৬, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

অভিনন্দন

আপনি এখন উইকিপিডিয়ার ৫৬তম রোলব্যাকার। আপনাকে অভিনন্দন। চিয়ার্স! — Meghmollar2017আলাপ১৮:২২, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: আপনাকে এবং @Safi Mahfouz: ভাইকে ধন্যবাদ আবেদনটি নতুন করে জীবিত করার জন্য। আপনারা আলোচনা শুরু না করলে হয়তোবা এতো দ্রুত আবার আবেদন করা হতো না -শাকিল হোসেন আলাপ ১৮:২৯, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@MdsShakil এবং Meghmollar2017: আপনাকে অভিনন্দন। আশাকরি, একদিন আপনি এতটাই অভিজ্ঞ হবেন যে, আপনাকে প্রশাসক অধিকার প্রদান করা হবে। তখন হয়ত আমি আর উইকির সাথে যুক্ত থাকবোনা। সর্বদা উইকি অগ্রযাত্রায় অতন্দ্র প্রহরীর মত অবদান রাখবেন। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:০৫, ২৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz: শুভকামনার জন্য ধন্যবাদ। তা আপনি কোথায় যাবেন -শাকিল হোসেন আলাপ ০৬:১৪, ২৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)