বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Vickysouvik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ১ বছর পূর্বে "বাধাদান" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

May 2015[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন।, যেমনটা আপনি করেছেন কাদম্বরী দেবী-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারন হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। আপনার সম্পাদনাটি উইকিপিডিয়া:কপিরাইট লঙ্ঘন করছে, কারণ এটি ওয়েবসাইট থেকে হুবুহু তুলে দেয়া হয়েছে। আশা করি আগামীতে এ-ধরণের অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকবেন। আপনার উইকি সম্পাদনা আনন্দের হোক। যেকোনো কিছুর জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ০৯:০৯, ২১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২২[সম্পাদনা]

তথ্য আইকন সুধী, আমি Yahya। আমি লক্ষ্য করেছি যে আপনি একটি মন্তব্য করেছেন যেটি ভদ্র বলে মনে হচ্ছে না, ফলে এটি সরানো হয়েছে। উইকিপিডিয়াকে সহযোগিতা করার জন্য আপনার এবং আমার মত মানুষের প্রয়োজন, তাই ভদ্র এবং শ্রদ্ধাশীলভাবে একে অপরের সাথে যোগাযোগ করা আমাদের মূল নীতির অন্যতম একটি নীতি। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৩৭, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

8017875685 হোয়াটস আপে যোগাযোগ করলে খুশি হব। কী করলে ভারত থেকে সম্পাদনা করা পেজ গুলি আপনারা রাখবেন? চাইলে নিজেরাই সম্পাদনা করুন তথ্য দিচ্ছি প্রচুর জনপ্রিয় নিবন্ধ আছে। কিন্তু ইচ্ছা করে রাখতে দেওয়া হয় না। Vickysouvik (আলাপ) ১৫:৫০, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাধাদান[সম্পাদনা]

একাধিক একাউন্টের অপব্যবহার, ব্যক্তিগত আক্রমণ এবং শিষ্টাচার লঙ্ঘন করায় আপনার একাউন্টে বাধাদান করা হলো। পড়ুন WP:সক পাপেট্রি এবং WP:শিষ্টাচার। উইকিপিডিয়াতে গঠনমূলক অবদান রাখুন এটাই প্রত্যাশা। উল্লেখ্য, আপনার User:Pathersujan একাউন্টে বাধাদান করা হয়নি। উক্ত একাউন্ট থেকেই গঠনমূলক অবদান রাখুন। রিয়াজ (আলাপ) ১৬:১০, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি কলকাতা ও পশ্চিমবঙ্গের বহু পত্রিকা আছে সমস্তই উইকিপিডিয়ায় আনতে চাই। এটা প্রচার হলে প্রচার। লিটিল ম্যাগাজিনকে সারা বিশ্বের কাছে তুলে ধরার প্রচার অবশ্যই। কেউ এটা নিয়ে কাজ করে না। হাজার হাজার লুপ্তপ্রায় হারিয়ে যাওয়া পত্রিকা এখানে লিস্ট করার তথ্য আছে। যদি আপনারা নিজের নামে প্রকাশ করতে ইচ্ছুক হন বলুন। নইলে আমি খেটে করব সাহায্য করুন কীসের ভুল কী সমস্যা। অতীতের পত্রিকার কোনো বিশেষ রেফারেন্স হয় না। সেগুলো কী করা যাবে? লিটল ম্যাগাজিনের কথা প্রতিষ্ঠিত পত্রিকায় বেশি খবর হয় না। এই পেজ কখনোই ব্যক্তিগত নয় এটার মতো আরও পেজ আছে। ভুলটা বলুন। আর পরামর্শ দিন যদি পারেন। নইলে এই ধারণাই আমাদের সকলের থেকে যাবে বাংলাদেশের কারণেই ভারতের প্রকাশকদের নাম বেশি বাংলা উইকিতে নেই। পত্রিকাদের তথ্য নেই। এটা গ্রুপ করে আপনারা কাজ করেন সবাই জানি। সদইচ্ছা থাকলে আপনারা সাহায্যই করবেন আশা করি। নতুবা আমরা হাল ছেড়ে দেব। Vickysouvik (আলাপ) ১৬:২০, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Vickysouvik উল্লেখযোগ্য, নির্ভরযোগ্য এবং প্রথমসারীর বই ও পত্রিকাকে তথ্যসূত্র হিসেবে নিবন্ধে ব্যবহার করতে হবে৷ ফেসবুক বা ব্লগ লিংককে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবেনা। তাও আবার এসব লিংকে শুধু পত্রিকাগুলোর নাম উল্লেখ থাকলেই চলবেনা, ইতিহাস, বর্ণনা এসবও থাকতে হবে। নিজের প্রতিষ্ঠাকৃত বা সম্পাদিত পত্রিকার নিবন্ধ লেখা যাবেনা। এই নিয়মগুলো মেনে চলতে পারলে নিবন্ধ থাকবে। নয়তো সেই নিবন্ধ না লেখাই ভালো। আর হ্যাঁ, এভাবে জায়গায় জায়গায় কাউকে জেহাদি বলা বা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়ালে কেউ আপনাকে সাহায্য করতে চাইবেনা। নরমাল মানুষের মতো চলতে শিখুন, দেখবেন সবাই আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। মেহেদী আবেদীন ১৬:৪৩, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রথমত, আপনি একজন সম্পাদককে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন। সেই সাথে বেশকিছু অপ্রাসঙ্গিক ও নীতিমালা বহির্ভূত শব্দ ব্যবহার করেছেন। এছাড়াও, আপনি একাধিক একাউন্ট ব্যবহার করেছেন, যা সকপাপেটিংয়ের আওতায় পড়ে। অর্থাৎ আপনি উইকিপিডিয়ার বেশকিছু নীতিমালা ভঙ্গ করেছেন। দ্বিতীয়ত, আপনি কলকাতা/পশ্চিমবঙ্গ যেটার ইচ্ছে সেটা নিয়ে নিবন্ধ তৈরি করেন এটা নিয়ে কারও আপত্তি নেই। তবে, নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য না হলে সেগুলো অপসারণ করা হয়। কিন্তু আপনি নীতিমালা বুঝার চেষ্টা না করে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক, আক্রমণাত্মক মন্তব্য করেছেন, যা শিষ্টাচার বহির্ভূত। সুজন পাবলিকেশনপথের সুজন নিবন্ধ দুটি উল্লেখযোগ্য মনে হয়নি বিধায় অন্য ব্যবহারকারী অপসারণ প্রস্তাবনা দিয়েছে সেখানে আপনি গঠনমূলক মন্তব্য করুন। আপনার যদি সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে যেকাউকে বললেই সহযোগিতা করবে। আপনাকে আমি মূল একাউন্ট দিয়ে সম্পাদনা করার আহবান জানাই। মূল একাউন্টে বাধা না দিয়ে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আশা করি আপনি গঠনমূলক অবদান রাখবেন। বিষয়শ্রেণী আলোচনা:ভারতের জেলা পাতায় ১৫০টিরও বেশি ভারতীয় জেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় তৈরি হয়নি, মূলত পশ্চিমবঙ্গ থেকে বাংলা উইকিপিডিয়ায় অবদানকারী। চাইলে আপনি শুরু করতে পারেন। তার আগে পড়ুন WP:উল্লেখযোগ্যতা, WP:উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ রিয়াজ (আলাপ) ১৬:৪৭, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন