বিষয়বস্তুতে চলুন

ভিয়েতনাম জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিয়েতনাম অনূর্ধ্ব-১৭
দলের লোগো
ডাকনামরং ভাং
অ্যাসোসিয়েশনভিয়েতনাম ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনআসিয়ান ফুটবল ফেডারেশন
প্রধান কোচহোয়ান আনহ তুয়ান
অধিনায়কএনগুয়েন কং ফুওং
মাঠবিভিন্ন
ফিফা কোডVIE
ওয়েবসাইটwww.vff.org.vn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 ভিয়েতনাম ০–৬ জাপান 
(দানাং, ভিয়েতনাম; ৩ সেপ্টেম্বর ২০০০)
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ
অংশগ্রহণ৮ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যসেমি-ফাইনাল (২০০০)

ভিয়েতনাম জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (যা সংক্ষেপে ভিয়েতনাম অনূর্ধ্ব-১৭ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভিয়েতনামের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-১৭ দল, যার সকল কার্যক্রম ভিয়েতনামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভিয়েতনাম ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১][২] ২০০০ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, ভিয়েতনাম অনূর্ধ্ব-১৭ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত জাপান অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে পরাজিত হয়েছিল।

রং ভাং নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ভিয়েতনামি সাবেক ফুটবল খেলোয়াড় হোয়ান আনহ তুয়ান এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কং-ভিত্তেলের মধ্যমাঠের খেলোয়াড় এনগুয়েন কং ফুওং[৩][৪]

ভিয়েতনাম অনূর্ধ্ব-১৭ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভিয়েতনাম অনূর্ধ্ব-১৭ এপর্যন্ত ৮ বার অংশগ্রহণ করেছে; উক্ত প্রতিযোগিতায় দলটির সেরা সাফল্য হচ্ছে ২০০০ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের সেমি-ফাইনালে অংশগ্রহণ করা, যেখানে তারা ইরান অনূর্ধ্ব-১৭ দলের কাছে ০–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। দিনহ লং ভু লে, ভি দিনহ থুওং, এনগুয়েন কং ফুওং, এনগুয়েন থিয়েন ফু এবং ফুং কুয়ান তুর মতো খেলোয়াড়গণ ভিয়েতনামের অনূর্ধ্ব-১৭ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
চীন ১৯৮৫ অংশগ্রহণ করেনি
কানাডা ১৯৮৭
স্কটল্যান্ড ১৯৮৯
ইতালি ১৯৯১
জাপান ১৯৯৩
ইকুয়েডর ১৯৯৫
মিশর ১৯৯৭
নিউজিল্যান্ড ১৯৯৯
ত্রিনিদাদ ও টোবাগো ২০০১ উত্তীর্ণ হয়নি
ফিনল্যান্ড ২০০৩
পেরু ২০০৫
দক্ষিণ কোরিয়া ২০০৭
নাইজেরিয়া ২০০৯
মেক্সিকো ২০১১
সংযুক্ত আরব আমিরাত ২০১৩
চিলি ২০১৫
ভারত ২০১৭
ব্রাজিল ২০১৯
ইন্দোনেশিয়া ২০২৩
মোট ০/১৯

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]