বিষয়বস্তুতে চলুন

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন, ২০১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন, ২০১৮

← ২০১৩ ২৮ নভেম্বর, ২০১৮ ২০২৩ →

মধ্যপ্রদেশ বিধানসভার মোট ২৩০টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৬টি আসন
ভোটের হার৭৫.০৫% বৃদ্ধি ৩.৯২% [১]
  সংখ্যাগরিষ্ঠ দল বিরোধী দল
 
নেতা/নেত্রী কমল নাথ শিবরাজ সিং চৌহান
দল কংগ্রেস বিজেপি
নেতা হয়েছেন ২০১৮ ২০০৫
নেতার আসন ছিন্দওয়াড়া (উপনির্বাচন) বুধনি
গত নির্বাচন ৫৮ ১৬৫
আসন লাভ ১১৪ ১০৯
আসন পরিবর্তন বৃদ্ধি ৫৬ হ্রাস ৫৬
শতকরা ৪০.৯% ৪১.০ %
সুইং বৃদ্ধি৪.৫৯% হ্রাস৩.৮৮%

নির্বাচনী মানচিত্র (বিধানসভা কেন্দ্র অনুযায়ী)

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

শিবরাজ সিং চৌহান
বিজেপি

নির্বাচনের পর মুখ্যমন্ত্রী

কমল নাথ
ভারতীয় জাতীয় কংগ্রেস

২০১৮ সালের ২৮ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ২৩০টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচনের জন্য মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেসের (কংগ্রেস) মধ্যে প্রত্যক্ষ রাজনৈতিক যুদ্ধ মনে করা হয়েছিল। একদিকে যেমন রাজ্যের শিবরাজ সিং চৌহান সরকার চতুর্থবারের জন্য জয়লাভ করার চেষ্টা করছিল, অন্যদিকে কংগ্রেস ২০১৩ সালের নির্বাচনে হারের পর রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। এই নির্বাচনের পর ত্রিশঙ্কু বিধানসভা গঠিত হয়। কংগ্রেস এই নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। কিন্তু সর্বাধিক সংখ্যক ভোট পায় বিজেপি।[২]

প্রেক্ষাপট[সম্পাদনা]

মধ্যপ্রদেশ বিধানসভার মেয়াদ[৩] শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ৭ জানুয়ারি তারিখে।[৪]

সময়সূচি[সম্পাদনা]

২০১৮ সালের ৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষিত হয় এবং ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১১ ডিসেম্বর ফলাফল ঘোষিত হয়।

ঘটনা তারিখ বার
মনোনয়ন গ্রহণ শুরু হওয়ার তারিখ ২ নভেম্বর, ২০১৮ শুক্রবার
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ নভেম্বর, ২০১৮ শুক্রবার
মনোনয়ন পরীক্ষার তারিখ ১২ নভেম্বর, ২০১৮ সোমবার
প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৪ নভেম্বর, ২০১৮ বুধবার
নির্বাচনের দিন ২৮ নভেম্বর, ২০১৮ বুধবার
ভোট গণনা ১১ ডিসেম্বর, ২০১৮ মঙ্গলবার
নির্বাচন প্রক্রিয়া সমাপ্তির শেষ তারিখ ১৩ ডিসেম্বর, ২০১৮ বৃহস্পতিবার

জনমত সমীক্ষা[সম্পাদনা]

জনমত সমীক্ষাগুলিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কঠিন নির্বাচনী প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

তারিখ সমীক্ষক সংস্থা বিজেপি কংগ্রেস অন্যান্য এগিয়ে থাকবে
৯ নভেম্বর, ২০১৮ টাইমসনাও - সিএনএক্স ১২২ ৯০ ১৮ ৩২
৯ নভেম্বর, ২০১৮ এবিপি নিউজ – সিএসডিএস ১১৬ ১০৫ ০৯ ১১
৯ নভেম্বর, ২০১৮ সিভোটার ১০৭ ১১৬ ০৭
২ নভেম্বর, ২০১৮ এবিপি নিউজ – সিভোটার সমীক্ষা ১০৬ ১১৮ ০৬ ১২
২৫ অক্টোবর, ২০১৮ ইন্ডিয়াটিভি – সিএনএক্স ১২৮ ৮৫ ১৭ ৪৩
১৭ অক্টোবর, ২০১৮ এবিপি নিউজ – সিভোটার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১৯ তারিখে ১০৮ ১২২  – ১৪
১০ অক্টোবর, ২০১৮ নিউজ নেশন ১১১ ১০৯ ১০
৯ অক্টোবর, ২০১৮ টাইমস নাও – ক্রোম ডিএম ১০৮ ১০৩ ১৯ 5
৯ অক্টোবর, ২০১৮ টাইমস নাও – ওয়াররুম স্ট্র্যাটেজিস ১৪২ ৭৭ ১১ ৬৫
১৪ অগস্ট, ২০১৮ এবিপি নিউজ - সিভোটার ১০৬ ১১৭ ১১
৪ এপ্রিল, ২০১৮ আইবিসি২৪ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১৯ তারিখে ১০১ ১১৯ ১০ ১৮
৯ অক্টোবর, ২০১৮ পর্যন্ত গড় ১১৪ ১০৬ ১০ ০৮

বুথফেরত সমীক্ষা[সম্পাদনা]

অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে "হাড্ডাহাড্ডি লড়াই"য়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। পোল অফ পোলস উল্লেখ করেছিল, বিজেপি ও কংগ্রেসের মধ্যে আসন সংখ্যার ব্যবধান খুব বেশি হবে না। যদিও কোনও দলই সরকার গঠনের উপযুক্ত সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

সমীক্ষক সংস্থা বিজেপি কংগ্রেস অন্যান্য এগিয়ে থাকবে
সিএনএক্স – টাইমস নাও ১২৬ ৮৯ ১৫ ৩৭
নিউজ ২৪ – পেস মিডিয়া ১০৩ ১১৫ ১২ ১২
নিউজ নেশন ১১০ ১০৭ ১৩ ০৩
সি ভোটার – রিপাবলিক টিভি ১০৬ ১১৮ ০৬ ১২
জন কী বাত – রিপাবলিক টিভি ১১৮ ১০৫ ০৭ ১৩
সিএসডিএস – এবিপি নিউজ ৯৪ ১২৬ ১০ ৩২
অ্যাক্সিস মাই ইন্ডিয়া – ইন্ডিয়া টুডে ১১১ ১১৩ ০৬ ০২
ভিডিপিএ অ্যাসোসিয়েটস ১৩৫ ৮৮ ০৭ ৪৭
ইন্ডিয়া নিউজ – এনইটিএ ১০৬ ১১২ ১২ ০৬
নিউজ ১৮ – সুরজিত বল্ল ১৩০ ৯০ ১০ ৪০
টুডে’জ চাণক্য ১০৩ ১২৫ ০২ ২২
পোল অফ পোলস ১১৩ ১০৮ ০৯ ০৫

ফলাফল[সম্পাদনা]

প্রাপ্ত আসন ও ভোটের ভাগ[সম্পাদনা]

এই নির্বাচনের ফলে ত্রিশঙ্কু বিধানসভা গঠিত হয়। ১১৪টি আসন জয় করে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। অন্যদিকে বিজেপি ৪১.০% ভোট পেয়ে সর্বাধিক ভোট-প্রাপ্ত দল হিসেবে উঠে আসে। একটি বিশ্লেষণে দেখা গিয়েছে বিজেপি সাতটি আসন খুব কম মার্জিনে (<১০০০) কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে।[৫] নির্বাচনে দলগুলির প্রাপ্ত আসন ও ভোটের ভাগের পরিসংখ্যান নিম্নরূপ:[৬]

দল ও জোট প্রাপ্ত ভোট আসন সংখ্যা
ভোট % ±পিপি জয়ী +/−
ভারতীয় জাতীয় কংগ্রেস + ১৫,৫৯৫,১৫৩ ৪০.৯% বৃদ্ধি৪.৫৯% ১১৪ বৃদ্ধি৫৬
ভারতীয় জনতা পার্টি ১৫,৬৪২,৯৮০ ৪১% হ্রাস৩.৮৮% ১০৯ হ্রাস৫৬
বহুজন সমাজ পার্টি ১,৯১১,৬৪২ ৫% হ্রাস১.২৯% হ্রাস
সমাজবাদী পার্টি ৪৯৬,০২৫ ১.৩% বৃদ্ধি০.১% বৃদ্ধি
নির্দল ২,২১৮,২৩০ ৫.৮% বৃদ্ধি০.৪২% বৃদ্ধি
না-ভোট ৫৪২,২৯৬ ১.৪%
মোট ১০০.০০ ২৩০ ±০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Madhya Pradesh: Women voted more than men in 44 constituencies"Ramendra SinghThe Times of India। ১৩ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ 
  2. "MP cliffhanger ends; Congress single-largest party with 114 , BJP gets 109."The Times of India। ১২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮ 
  3. "MP Election 2018"Rajasthan Patrika। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮ 
  4. "Terms of the Houses"Election Commission of India। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮ 
  5. https://www.indiatoday.in/elections/story/the-curse-of-4-337-on-shivraj-1408078-2018-12-12
  6. News 18: Madhya Pradesh Election Results

বহিঃসংযোগ[সম্পাদনা]