মালাবাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মালাবাই একজন ভারতীয় দেবী । তিনি মালগঙ্গা দেবী, মুলিকা দেবী এবং মালাই দেবী নামেও পরিচিত। তিনি বারাণসী এলাকা থেকে এসেছেন এবং কুন্দায় বসতি স্থাপন করেন। বিভিন্ন স্থানে তার ৬ বোন আছে। মালাবাাই মন্দির এবং কুন্দের (গুহা)-র জন্য নিঘোজ বিখ্যাত।