মাহফুজা আখতার (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহফুজা আখতার
চেয়ারম্যান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
কাজের মেয়াদ
১৯ মে ২০২২ – ২২ ফেব্রুয়ারি ২০২৩
পূর্বসূরীআফজাল হোসেন
উত্তরসূরীফয়জুল ইসলাম
সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৭ জানুয়ারি ২০২১ – ১৯ মে ২০২২
পূর্বসূরীমোহাম্মদ জয়নুল বারী
উত্তরসূরীজাহাঙ্গীর আলম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)
চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

মাহফুজা আখতার (জন্ম: ১৯৬৪ খ্রি.) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মাহফুজা ১৯৬৪ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল মালেক মোল্লা ও মা মোসাম্মাৎ হাজেরা খাতুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।[৪][৫]

কর্মজীবন[সম্পাদনা]

মাহফুজা আখতার চট্টগ্রামের কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ে জীববিদ্যার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পে চট্টগ্রাম জোনের জোনাল প্রজেক্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পরবর্তীকালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ খ্রিষ্টাব্দে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন।[৪][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মাহফুজা আখতার"ঢাকা পোস্ট। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  2. "পরিকল্পনা বিভাগ ও সমাজকল্যাণে নতুন সচিব"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  3. "নয় সচিব পদে রদবদল, পদোন্নতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ মে ২০২২। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  4. "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মাহ্ফুজা আখতারের যোগদান"কালের কণ্ঠ। ১৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  5. "মাহ‌ফুজা আখতারের জীবনবৃত্তান্ত"বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  6. "নতুন সচিব ৮ মন্ত্রণালয়ে"আরটিভি নিউজ। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২