মেট জাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেট জাতি হল ভারতের মণিপুরের কুকি উপজাতির একটি শাখা। [১] [২] মেটরা ভারতের মণিপুরের একটি স্বল্প পরিচিত উপজাতি সম্প্রদায়, যাদের একটি স্বতন্ত্র উপজাতি হিসেবে সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার এবং মণিপুর রাজ্য সরকার দ্বারা স্বীকৃত হয়েছে। ২০১২ সালের জানুয়ারি মাসে মেট একটি তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি লাভ করে [৩] মেট একটি নাম, এটি আক্ষরিক অর্থে সামনের বীটারকে বোঝায় এবং একটি উপাধি হিসাবে বিস্তৃত অর্থে একটি পরিযায়ী লোককে বোঝায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Haokip, Thongkholal (২০১৩)। The Kukis of Northeast India: Politics and Culture। Bookwell। পৃষ্ঠা 90। আইএসবিএন 978-9380574448 
  2. Tohring, S.R. (২০১০)। Violence and Identity in North-East India: Naga-Kuki Conflict। Mittal Publications। পৃষ্ঠা 19–20। আইএসবিএন 978-8183243445 
  3. Gazette of India-Notification No.02 of 2012.