বিষয়বস্তুতে চলুন

রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নওগাঁয় প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়। ১৮৬৪ সালে তৎকালীন বাংলার বিখ্যাত দুবলহাটি রাজপরিবারের দ্বারা স্কুলটি নির্মান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

দুবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন।[১] এর মধ্যে রাজা হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দুবলহাটি জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন। জনহিতকর কাজের মধ্যে শিক্ষা বিস্তারে তার ভুমিকা ই বেশি।[২] তার প্রত্যক্ষ তত্বাবধানেই ১৮৬৪ সালে স্কুলটি নির্মিত হয় যা পরবর্তিতে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে।[৩]

অবকাঠামো[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোস্তাফিজুর রহমান, কাজী (জানুয়ারি ২০০৩)। "দুবলহাটি জমিদারি"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৬ 
  2. ঐতিহ্যে রাজশাহী কলেজ। রাজশাহী, বাংলাদেশ: রাজশাহী কলেজ। সেপ্টেম্বর ২০০১। 
  3. "বিলুপ্তির পথে ২২৪ বছরের দুবলহাটি রাজবাড়ি"banglatribune.com। অক্টোবর ২১, ২০১৭। জুন ২৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০