রেসলম্যানিয়া ৪২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেসলম্যানিয়া ৪২
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
স্ম্যাকডাউন
তারিখটিবিএ
মাঠটিবিএ
শহরটিবিএ
রেসলম্যানিয়া-এর কালানুক্রমিক
৪১ সর্বশেষ

রেসলম্যানিয়া ৪২ হল ডাব্লিউডাব্লিউই দ্বারা প্রযোজিত আসন্ন ৪২তম বার্ষিক রেসলম্যানিয়া পেশাদার কুস্তি প্রতিযোগিতা। এটি এপ্রিল মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম রেসলম্যানিয়া ইভেন্টও হবে, কারণ রেসলম্যানিয়ার অনুষ্ঠান সাধারণত মাসের প্রথম সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ময়ূর এবং আন্তর্জাতিকভাবে নেটফ্লিক্স মাধ্যমে সরাসরি সম্প্রচারের জন্য উপলব্ধ হবে। এটি পে-পার-ভিউ (পিপিভি) -এ প্রচারিত হবে এবং প্রচারের র এবং স্ম্যাকডাউন ব্র্যান্ড বিভাগ কুস্তিগীরদের জন্য প্রদর্শিত হবে।

কাহিনী[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত,[১][২] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হচ্ছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  2. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  3. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬