শিখন্ডী কথা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিখন্ডী কথা
পরিচালকমহম্মদ হান্‌নান
প্রযোজকইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
রচয়িতাআনন জামান
চিত্রনাট্যকারমহম্মদ হান্‌নান
শ্রেষ্ঠাংশে
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
মুক্তি১৯ এপ্রিল, ২০১৩
স্থিতিকাল১০৩ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শিখন্ডী কথা ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্রআনন জামান রচিত নাটক শিখণ্ডী কথা অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মহম্মদ হাননান[১] ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ও পরিবেশিত চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৯ এপ্রিল মুক্তি পায়।[২]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

দুই মেয়ের পর ছেলে সন্তান জন্মানোয় রামেলা ও রামজেদ মোল্লার ঘরে খুশির বান ডাকে। রামজেদ শখ করে তার নাম রাখে রতন। কিন্তু রতন বড় হতে থাকলে তার শারীরিক পরিবর্তন লক্ষনীয় হয়ে উঠে। তার পরিবার ও গ্রামবাসীরা বুঝতে পারে সে হিজড়া। স্কুলে ও পাড়ার সবাই তাকে জ্বালাতন করতে শুরু করে। হিজড়া সংঘ থেকে তাকে নিতে আসলে রামেলা তাদের সাথে রতনকে দিতে অস্বীকৃতি জানায়। কিছুদিন পর তার জন্য তার বড় বোনের বিয়ে ভেঙ্গে গেলে রামজেদ তাকে মারধোর করে। রতন তখন বুঝতে পারে যে সে সমাজে অনাখাঙ্খিত। সে চলে যায় হিজড়াদের ডেরায় সেখানে সে কালী মাসীর তত্ত্বাবধানে রত্না হিসেবে বড় হতে থাকে।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mohammad Hannan Passes away"বাংলানিউজ। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  2. "আজ থেকে প্রেক্ষাগৃহে 'শিখণ্ডী কথা'"দৈনিক প্রথম আলো। ১৯ এপ্রিল ২০১৩। ২০১৯-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  3. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার - ২০১৩"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  4. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"বাংলানিউজ। ২৬ ডিসেম্বর ২০১৪। ১৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]