সংস্কৃতি মন্ত্রণালয় (সৌদি আরব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংস্কৃতি মন্ত্রণালয়

বদর বিন আব্দুল্লাহ আল সৌদ, ২০১৮ সাল থেকে বর্তমান সংস্কৃতি মন্ত্রী
সংস্থার রূপরেখা
গঠিত২ জুন ২০১৮; ৫ বছর আগে (2018-06-02)
যার এখতিয়ারভুক্তসৌদি আরব সরকার
সদর দপ্তররিয়াদ, সৌদি আরব
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটঅফিসিয়াল ইংরেজি ওয়েবসাইট

সংস্কৃতি মন্ত্রণালয় (এমওসি; আরবি: وزارة الثقافة) সৌদি আরবের একটি সরকারী সংস্থা। যা ২০১৮ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং সৌদি সংস্কৃতির বিভিন্ন দিকের জন্য দায়ী।[১][২] সংস্কৃতি মন্ত্রী হলেন যুবরাজ বদর বিন ফারহান আল-সৌদ, যিনি এর নতুন এবং প্রথম মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন।[১][৩]

ইতিহাস[সম্পাদনা]

১৯৬২ সালে সংস্কৃতি বিষয়ক বিষয়াদি অন্তর্ভুক্ত করার জন্য ২০০৩ সালে "সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়" নামকরণের আগে তথ্য ও গণমাধ্যমের দায়িত্বে থাকার জন্য তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিলো।[৪] পরে, ১ জুন ২০১৮ সালে এ সংস্কৃতিটি মিডিয়া থেকে পৃথক করা হয়েছিল যার ফলে দুটি পৃথক মন্ত্রণালয় হয়েছিল; সংস্কৃতি মন্ত্রণালয় ও গণমাধ্যম মন্ত্রণালয়[১][৪]

সাংস্কৃতিক কমিশন[সম্পাদনা]

নিম্নলিখিত তালিকায় সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত কমিশন রয়েছে:[৫]

লোগো নাম ওয়েবসাইট
চলচ্চিত্র কমিশন film.moc.gov.sa/en
সঙ্গীত কমিশন music.moc.gov.sa/en
ফ্যাশন কমিশন fashion.moc.gov.sa/en
ঐতিহ্য কমিশন heritage.moc.gov.sa/en
গ্রন্থাগার কমিশন libraries.moc.gov.sa/en
জাদুঘর কমিশন museums.moc.gov.sa/en
দৃশ্যকলা কমিশন visualarts.moc.gov.sa/en
রন্ধনশিল্প কমিশন culinary.moc.gov.sa/en
স্থাপত্য ও নকশা কমিশন archdesign.moc.gov.sa/en
নাট্যশালা কমিশন performingarts.moc.gov.sa/en
সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশন lpt.moc.gov.sa/en

সাংস্কৃতিক পুরস্কার[সম্পাদনা]

সাংস্কৃতিক পুরস্কার হল সৌদি ব্যক্তি, সাংস্কৃতিক গোষ্ঠী এবং সংগঠনকে তাদের সাংস্কৃতিক অবদানের জন্য প্রদান করা পুরস্কার। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ২০২০ সালে সাংস্কৃতিক পুরস্কার প্রদান করা হয়।[৬]

নীচে পুরষ্কারের বিভাগগুলির একটি তালিকা রয়েছে:[৭]

প্রধান পুরস্কার[সম্পাদনা]

  • সাংস্কৃতিক অগ্রগামী পুরস্কার
  • যুব সাংস্কৃতিক পুরস্কার
  • আন্তর্জাতিক সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব পুরস্কার
  • ব্যবসা মালিকদের পুরস্কার
  • সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুরস্কার (লাভজনক)
  • সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুরস্কার (অলাভজনক)

সেক্টর পুরস্কার[সম্পাদনা]

  • সাহিত্য পুরস্কার
  • প্রকাশনা পুরস্কার
  • থিয়েটার এবং পারফর্মিং আর্টস পুরস্কার
  • রন্ধন শিল্প পুরস্কার
  • স্থাপত্য ও নকশা পুরস্কার
  • অনুবাদ পুরস্কার
  • ফ্যাশন পুরস্কার
  • চলচ্চিত্র পুরস্কার
  • জাতীয় ঐতিহ্য পুরস্কার
  • সঙ্গীত পুরস্কার
  • ভিজ্যুয়াল আর্টস পুরস্কার

সাংস্কৃতিক বছর[সম্পাদনা]

২০২০ সাল থেকে শুরু করে, সংস্কৃতি মন্ত্রণালয় প্রতি বছর সৌদি সংস্কৃতির সাথে সম্পর্কিত একটি নাম দেওয়া শুরু করে।[৮][৯][১০][১১] এটি একটি তালিকা যার মধ্যে বছর এবং তাদের সংশ্লিষ্ট নাম রয়েছে:

লোগো বছর নাম ওয়েবসাইট
২০২১ আরবি চারুলিপির বছর অফিসিয়াল ওয়েবসাইট
২০২২ সৌদি কফির বছর অফিসিয়াল ওয়েবসাইট
২০২৩ আরবি কবিতার বছর অফিসিয়াল ওয়েবসাইট
২০২৪ উটের বছর অফিসিয়াল ওয়েবসাইট

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মন্ত্রিসভায় রদবদলের পর সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় গঠন"আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭ 
  2. "সৌদি আরবের নতুন রাজকীয় ফরমান জারি করলেন বাদশাহ সালমান"আশারক আল-আওসাত (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭ 
  3. "সৌদি আরবের নতুন সংস্কৃতি মন্ত্রী কে এবং কেন এই মন্ত্রণালয় গঠন করা হয়েছে?"english.alarabiya.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭ 
  4. "গণমাধ্যম মন্ত্রণালয়"গণমাধ্যম মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭ 
  5. "সাংস্কৃতিক কমিশন"moc.gov.sa। সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়। 
  6. তাশকান্দি, হালা (২০২০-০৭-০১)। "জাতীয় সাংস্কৃতিক পুরস্কার প্রদান শুরু করল সৌদি মন্ত্রণালয়"আরব নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১ 
  7. "জাতীয় সাংস্কৃতিক পুরস্কার প্রদান প্রসঙ্গে"moc.gov.sa। সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২১ 
  8. তাশকান্দি, হালা (২০২০-০৪-০৬)। "করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবের আরবি ক্যালিগ্রাফির বছর ২০২১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে"আরব নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  9. হুয়াং, রবিন (২০২২-০৬-০৯)। "২০২২ সালকে 'কফির বছর' বলছে দেশটি"বিবিসি। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  10. আল শেরবিনি, রমজান (২০২৩-০২-০২)। "২০২৩ সালকে 'আরবি কবিতার বছর' ঘোষণা করেছে সৌদি আরব"গালফ নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭ 
  11. "সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় 'উটের বছর' ব্র্যান্ড পরিচয় প্রকাশ করেছে"আরব নিউজ। ২০২৪-০১-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৭