বিষয়বস্তুতে চলুন

সরকারী দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়, শিলচর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারী দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়, শিলচর
Government Dental College, Silchar
ধরনসরকারি
স্থাপিত২০১৮
স্নাতক৫০ জন (প্রতি বছরে)
অবস্থান,
শিক্ষাঙ্গননাগরিক
সংক্ষিপ্ত নামSDC
অধিভুক্তিশ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
ভারতীয় দন্ত পরিষদ

সরকারী দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়, শিলচর একটি আসাম-এর সরকারী দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়। ২০১৮ সালে আসাম সরকার কাছার জেলার শিলচরে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।

মহাবিদ্যালয়টি ৫ বছরের দন্ত চিকিৎসা বিজ্ঞানের স্নাতক ডিগ্রী প্রদান করে। সরকারী দন্ত চিকিৎসা মহাবিদ্যালয় শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং ভারতীয় দন্ত পরিষদ থেকে স্বীকৃতি প্রাপ্ত।[১]

শিক্ষা[সম্পাদনা]

এই মহাবিদ্যালয়টি ৫ বছরের দন্ত চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠক্রম দেয়। এই পাঠক্রমে ভর্তি জাতীয় পাত্রতা এবং প্রবেশ পরীক্ষা(NEET)র ফলাফলের উপর আধারিত। এটি আসাম চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয় দ্বারা পরিচালিত এবং শ্রীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।

পাঠক্রম[সম্পাদনা]

  • দন্ত চিকিৎসা বিজ্ঞানের স্নাতক - ৫০টি আসন[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "about us"ssuhs.in। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০২ 
  2. "Two more dental colleges in the offing"। sentinelassam.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০২