বিষয়বস্তুতে চলুন

সাইন কামাল খান শেরানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইন কামাল খান শেরানী
سايي کمال خان شیراني
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৪-০১-০৩)৩ জানুয়ারি ১৯২৪
জহব, ব্রিটিশ ভারত
মৃত্যু৫ নভেম্বর ২০১০(2010-11-05) (বয়স ৮৬)
শেরানী জেলা, বেলুচিস্তান, পাকিস্তান
সমাধিস্থলশেরানী জেলা, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি
সন্তান
পিতামাতাএসা খান
প্রাক্তন শিক্ষার্থীইসলামিয়া কলেজ
জীবিকারাজনীতিবিদ

সাইন কামাল খান শেরানী (পশ্তু : سايي کمال خان شیراني) (৩ জানুয়ারী ১৯২৪-৫ নভেম্বর ২০১০) ছিলেন পাকিস্তানের গণতান্ত্রিক পশতুন জাতীয়তাবাদী রাজনৈতিক দল পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং নেতা। সাইন কামাল খান শেরানী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসা খান দিল্লীর ব্যবসায়ী ছিলেন। সাইনের তিন ভাই-মুঠা খান, ইব্রাহিম খান, নবাব খান এবং দুই বোন রয়েছেন। তার ছয় সন্তান এবং একমাত্র কন্যা রয়েছেন।[১][২]

শিক্ষা[সম্পাদনা]

সাইন কামাল খান শেরানীর প্রাথমিক শিক্ষা হোম শহর ঝোব থেকে এবং ১৯৯৯ সালে তিনি "সান্দেমন হাই স্কুল কোয়েটা" তে বৃত্তি লাভের মাধ্যমে ভর্তি হন। ১৯৪০ সালে ম্যাট্রিক পাস করার পরে তিনি অর্থনীতিতে অনার্স ডিগ্রি অর্জনের পরে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পেশোয়ারে ভর্তি হন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

খান শহীদ আবদুল সামাদ খান আছকজাইয়ের নিকটতম সহচর ছিলেন সাইন কামাল খান শেরানী।

আরও দেখুন[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

২০১০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শেষ পাঁচ দিন যাবত তিনি জীবন এবং মৃত্যুর মধ্যে আবদ্ধ ছিলেন, তার পরের প্রতিটি মুহূর্তই ঝুঁকিপূর্ণ ছিল; অবশেষে ৫ নভেম্বর ২০১০ সালে তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sain Kamal Khan Sherani on PMAP website"। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]