সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চলনবিল মহিলা ডিগ্রি কলেজ, সিংড়া
সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৫
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪৫ জন
ঠিকানা
AUKURI, SINGRA, NATORE. SINGRA - 6450 সিংড়া

সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজ[১] নাটোর জেলার সিংড়া উপজেলার শহরে অবস্থিত একটি মহিলা কলেজ।

ইতিহাস[সম্পাদনা]

নারী শিক্ষার মানউন্নয়নে ১৯৯৫ সালে সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজকে উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি দেয়া হয়। উপজেলার একমাত্র মহিলা ডিগ্রি কলেজটিতে ২০০৫ সালে ডিগ্রি কোর্স চালু করা হয়।[২]

বর্তমান[সম্পাদনা]

বর্তমানে কলেজে ডিগ্রির পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৪৮জন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৪১ জন। শিক্ষক কর্মচারীর সংখ্যা ৪৫ জন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৪ 
  2. আলীরাজ, আনোয়ার হোসেন আলীরাজ। "শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন"দৈনিক ইনকিলাব। সিংড়া, নাটোর। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০১