বিষয়বস্তুতে চলুন

সিন্ধি গরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোন এক খামারীর হাতে একটি টকটকে লাল সিন্ধি গরু।

গরুর একটি প্রজাতি।

স্থানীয় নাম[সম্পাদনা]

সাইন্ধি , লাল করাচী

উৎ‌পত্তি[সম্পাদনা]

পাকিস্তানের করাচীহায়দ্রাবাদে প্রধানত সিন্ধি জাতের গরুর আদি বাসস্থান৷[১]

বিস্তার[সম্পাদনা]

উৎ‌পত্তি পাকিস্তানে হলেও বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে এ জাতটির বিস্তার রয়েছে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

এ জাতের গরুর গায়ের রং গাঢ় লাল ও চকলেট বর্ণের হয়ে থাকে। গাভী অপেক্ষা ষাঁড়ের গায়ের রং বেশি গাঢ় হয়। মাথা ও মুখমন্ডল ছোট, চওড়া কপাল, কপালের মাঝের অংশ কিছুটা উঁচু। ষাঁড়ের চূড়া বেশ উঁচু, গলকম্বল বৃহদাকার ও ভাঁজযুক্ত। ওলানের গঠন বেশ সুন্দর, নাভী চামড়া বড় ও ঝুলন্ত। ষাঁড়ের ওজন ৩৮০-৪৫০ কেজি এবং গাভীর ওজন ২ঌ০-৩৪০ কেজি৷

প্রয়োজনীয়তা ও উৎপাদন[সম্পাদনা]

প্রতি দিন সর্বোচ্চ ৫ লিটার পযন্ত দুধ দিয়ে থাকে৷ এ জাতের বলদ দিয়ে কৃষিকাজ বা মালবাহনের কাজ করানো যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]