সুস্মিতা বাউড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুস্মিতা বাউড়ি
সংসদ সদস্য, লোকসভা
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র
কাজের মেয়াদ
2004-2014
পূর্বসূরীসন্ধ্যা বাউড়ি
উত্তরসূরীসৌমিত্র খাঁ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1975-01-05) ৫ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
খাতরা, বাঁকুড়া জেলা
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীGurucharan Bhattacharya
বাসস্থানবাঁকুড়া
জীবিকাLawyer

সুস্মিতা বাউড়ি (জন্ম ৫ জানুয়ারী ১৯৭৫) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিষ্ণুপুর (লোকসভা কেন্দ্র) থেকে চতুর্দশ এবং পঞ্চদশ লোকসভায় সিপিআই(এম) টিকিটে নির্বাচিত হয়েছিলেন।[১]

নিমাই চরণ বাউড়ি এবং সন্ধ্যা বাউড়ির কন্যা, তিনি একজন আইন স্নাতক বা এলএল. কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ল কলেজ থেকে বি. একজন অ্যাডভোকেট হিসেবে তিনি দরিদ্র মানুষদের, বিশেষ করে নিরক্ষর মহিলাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন।[২] তিনি বাউড়ি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার মা সন্ধ্যা বাউরি একই আসন থেকে তিনবার লোকসভার সদস্য ছিলেন।[৩]

চতুর্দশ লোকসভায় তিনি সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন কমিটি এবং শক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ লোকসভায় তিনি রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটি এবং সভার বৈঠকে সদস্যদের অনুপস্থিতি সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Susmita Bauri -Political Profile"। ২১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Detailed Profile: Smt. Susmita Bauri"। Government of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৭ 
  3. "CPM goes for kill with axe on losers"। The Telegraph, 7 February 2004। ২৮ এপ্রিল ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৭