বিষয়বস্তুতে চলুন

সেলিম মোতার মসজিদ

স্থানাঙ্ক: ১°১৯′৩২″ উত্তর ১০৩°৫২′৫২″ পূর্ব / ১.৩২৫৫৯৬৪° উত্তর ১০৩.৮৮১২১২৩° পূর্ব / 1.3255964; 103.8812123
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলিম মোতার মসজিদ
Masjid Sallim Mattar
مسجد سلليم متتر
Sallim Mattar Mosque
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থান১ মোতার রোড, সিঙ্গাপুর ৩৮৭৭১৩
স্থানাঙ্ক১°১৯′৩২″ উত্তর ১০৩°৫২′৫২″ পূর্ব / ১.৩২৫৫৯৬৪° উত্তর ১০৩.৮৮১২১২৩° পূর্ব / 1.3255964; 103.8812123
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
সম্পূর্ণ হয়১৯৬০
নির্মাণ ব্যয়S$৯২৭.৭ K(২০১৬)
বিনির্দেশ
ধারণক্ষমতা২০০০
গম্বুজসমূহ
মিনার

সেলিম মোতার মসজিদ (মালয়: মাসজিদ সলিম মাট্টার) সিঙ্গাপুরের একটি মসজিদ যেটিতে ম্যাকফারসন স্টেট মুসলিম সম্প্রদায় সালাত আদায় করে। রবিবার ও জুমার নামাজে ধর্মীয় শিক্ষার আয়োজন করে। এটি ম্যাকফারসন প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে মাত্তার রোড বরাবর অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

মসজিদটি মূলত ১৯৬০ সালে সিঙ্গাপুরের আরব শাইখ সেলিম মোতার দ্বারা নির্মিত হয়েছিল। ১৯৬০ এর দশকে মসজিদটি গ্রাম সুরসের স্মরণ করিয়ে দেয়। এর পর থেকে এটি ১৪০০ লোকের প্রার্থনার জন্য পুনর্নবীকরণ করা হয়েছে। একটি অনাথ দারুল ইহসান থেকে অল্প দূরত্বে অবস্থিত। মসজিদটির প্রধান পৃষ্ঠপোষকরা হলেন ম্যাকফারসন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের আশেপাশে কাজ করা মুসলমানরা এবং পাশাপাশি আশেপাশের বাসিন্দারা।

মসজিদটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]