স্পিন বল্দাক জেলা

স্থানাঙ্ক: ৩১°০০′২৯″ উত্তর ৬৬°২৩′৫৩″ পূর্ব / ৩১.০০৮১° উত্তর ৬৬.৩৯৮১° পূর্ব / 31.0081; 66.3981
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পিন বল্দাক আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পূর্বাঞ্চলের একটি অন্যতম জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে দামান জেলা, উত্তর আর্ঘিস্তান জেলা, দক্ষিণে পাকিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলা এবং দক্ষিণে শরাবাক জেলা অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১০০,৪০০ জন। স্পিন বল্দাক হচ্ছে জেলাটির কেন্দ্রীয় শহর, যেটি মূলত পশ্চিম অঞ্চলসমূহ নিয়ে পাকিস্তানের মহাসড়ক বরাবর অবস্থান করছে।

২০০৯ সালের ২১ নভেম্বর তারিখে, রাস্তার পাশে পুতে রাখা বোমা হামলায় ৫ আফগান সীমান্ত পুলিশ নিহত হয়। একই দিনে তালেবান মুখপাত্রের বরাত দিয়ে বলা হয় যে, একজন জেলা পুলিশ কমান্ডারও নিহত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Another Afghan attack kills policemen" Britain News Net. 22 November 2009. Accessed at: http://www.britainnews.net/story/568455 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১২ তারিখে

বহিঃসংযোগ[সম্পাদনা]