বিষয়বস্তুতে চলুন

স্বামী কুবলয়ানন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বামী কুবলয়ানন্দ
১৯৬০ খৃষ্টাব্দে স্বামী কুবলয়ানন্দ
জন্ম
জগন্নাথ গণেশ গুণে

৩০ আগস্ট ১৮৮৩
দাবোই, গুজরাতভারত
মৃত্যু১৮ এপ্রিল ১৯৬৬ (বয়স ৮২)
জাতীয়তাভারতীয়
পেশাবৈজ্ঞানিক গবেষক, শিক্ষক, যোগী

স্বামী কুবলয়ানন্দ বা জগন্নাথ গণেশ গুণে (৩০ আগস্ট ১৮৮৩ – ১৮ এপ্রিল ১৯৬৬) ছিলেন একজন যোগগুরু,[১] গবেষক ও শিক্ষাবিদ যিনি প্রাথমিকভাবে যোগের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে তার অগ্রগামী গবেষণার জন্য পরিচিত।

স্বামী কুবলয়ানন্দ ১৯২০ সালে যোগের উপর গবেষণা শুরু করেন এবং ১৯২৪ সালে যোগ অধ্যয়নের জন্য বিশেষভাবে নিবেদিত প্রথম জার্নাল, যোগ মীমাংসা প্রকাশ করেন। তার বেশিরভাগ গবেষণা লোনাওয়ালার "কৈবল্যধাম স্বাস্থ্য ও যোগ গবেষণা কেন্দ্রে", যেটি তিনি ১৯২৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন।ব্যায়াম হিসেবে যোগের বিকাশে তার গভীর প্রভাব রয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chetan, Mahesh (৫ মার্চ ২০১৭)। "10 Most Inspiring Yoga Gurus of India"। Indian Yoga Association। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  2. Alter 2004, পৃ. 31।

উৎস[সম্পাদনা]