বিষয়বস্তুতে চলুন

১১ পদাতিক ডিভিশন (পাকিস্তান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১১ পদাতিক ডিভিশন
সক্রিয়জুলাই, ১৯৬৫ - বর্তমান
দেশ পাকিস্তান
আনুগত্যপাকিস্তান
শাখা পাকিস্তান সেনাবাহিনী
ধরনসেনা ডিভিশন
ভূমিকাবড়ো যুদ্ধ
আকার২০,০০০ সৈন্য
অংশীদার৪ কোর
ডিভিশন সদরলাহোর, পাঞ্জাব, পাকিস্তান
যুদ্ধসমূহভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫
লাহোরের যুদ্ধ, খেমকারানের যুদ্ধ, হুসেইনওয়ালার যুদ্ধ

১১ পদাতিক ডিভিশন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একটি ডিভিশন। ডিভিশনটি ৪ কোরের অধীনস্থ একটি ডিভিশন এবং এটির সদর লাহোরেভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫-এর স্বল্পকাল আগে এই ডিভিশনটি তৈরি করা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ মুসা খানের পরিকল্পনায় এই নতুন ডিভিশন তৈরি করা হয়, যদিও পাকিস্তান সরকার এই ডিভিশনটি বানাতে রাজি ছিলো না খরচের চিন্তায় কারণ পাকিস্তানের অর্থনীতি তখন ভালো ছিলো না। কিন্তু জেনারেল মুসা প্রেসিডেন্ট আইয়ুব খানকে বোঝানোর পর আইয়ুব এই ডিভিশন বানানোর অনুমতি দেন এবং মেজর জেনারেল আব্দুল হামিদ খান এই ডিভিশনের প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে এই ডিভিশনের সৈন্যদের ভূমিকা ছিলো বীরত্বপূর্ণ।

অধীনস্থ ব্রিগেডসমূহ[সম্পাদনা]

  • ২১ পদাতিক ব্রিগেড
  • ৫২ পদাতিক ব্রিগেড
  • ১০৬ পদাতিক ব্রিগেড