২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – লাইটওয়েট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে লাইটওয়েট প্রতিযোগিতা ছিল পঞ্চম সর্বনিম্ন ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ, আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা লাইটওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৬০ কিলোগ্রাম (১৩২.৩ পাউন্ড) থেকে কম ওজনের।

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী[সম্পাদনা]

স্বর্ণ আলেক্সেই টিশচেঙ্কো
 রাশিয়া
রৌপ্য দাউদা সো
 ফ্রান্স
ব্রোঞ্জ ইয়োর্ডেনিস উগাস
 কিউবা
হ্রাচিক জাভাখিয়ান
 আর্মেনিয়া

সময়সূচী[সম্পাদনা]

সমস্ত সময় China Standard Time (UTC+৮)

তারিখ সময় রাউন্ড
১১ই আগস্ট, ২০০৮, সোমবার ১৫:০০-১৬:১৫
২০:৩০-২২:০০
৩২জনের রাউন্ড
১৫ই আগস্ট, ২০০৮, শুক্রবার ১৪:৩০-১৬:৩০ ১৬জনের রাউন্ড
১৯শে আগস্ট, ২০০৮, মঙ্গলবার ২০:০০-২১:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ২০:০০-২০:৩০ সেমিফাইনাল
২৪শে আগস্ট, ২০০৮, রবিবার ১৪:৪০-১৬:০০ ফাইনাল লড়াই

ড্র[সম্পাদনা]

ফাইনাল[সম্পাদনা]

  সেমিফাইনাল ফাইনাল
                 
  হ্রাচিক জাভাখিয়ান (ARM)  
  আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১০  
      আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১১
    দাউদা সো (FRA)
  ইয়োর্ডেনিস উগাস (CUB)
  দাউদা সো (FRA) ১৫  

ঊর্ধাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           বাইক জোং-সাব (KOR) ১০  
           পিচাই সায়োটা (THA)  
             বাইক জোং-সাব (KOR)    
             হ্রাচিক জাভাখিয়ান (ARM) WO  
           রশিদ লাওয়াল (NGR)  
           হ্রাচিক জাভাখিয়ান (ARM) ১২  
             হ্রাচিক জাভাখিয়ান (ARM)
             আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১০
           ড্যারিল পেরেজ (COL) ১৫  
  এভার্টন লোপেজ (BRA)       আসিলবেক তালাসবায়েভ (KGZ)  
  আসিলবেক তালাসবায়েভ (KGZ)         ড্যারিল পেরেজ (COL)  
  অ্যান্থনি লিটল (AUS) ১৪         আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১৩  
  জুলিয়াস ইনডংগো (NAM)       অ্যান্থনি লিটল (AUS)       
  আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১০       আলেক্সেই টিশচেঙ্কো (RUS) ১১       
  সৈফদ্দিন নেজমাউই (TUN)  

নিম্নাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
  ডোমেনিকো ভ্যালেন্টিনো (ITA) ১৫  
  তাহর তামসামানি (MAR)       ডোমেনিকো ভ্যালেন্টিনো (ITA)  
  হামজা ক্রামৌ (ALG)       ইয়োর্ডেনিস উগাস (CUB) ১০  
  ইয়োর্ডেনিস উগাস (CUB) ২১         ইয়োর্ডেনিস উগাস (CUB) ১১  
  জর্জিয়ান পোপেস্কু (ROU) ২০         জর্জিয়ান পোপেস্কু (ROU)  
  সাদাম আলি (USA)       জর্জিয়ান পোপেস্কু (ROU) ১৪  
  জাঁ ডে দিউ সোলোনিয়াইনা (MAD)       ফ্রান্সিস্কো ভার্গাস (MEX)  
  ফ্রান্সিস্কো ভার্গাস (MEX)         ইয়োর্ডেনিস উগাস (CUB)
  দাউদা সো (FRA) ১৩         দাউদা সো (FRA) ১৫
  কিম সং-গুক (PRK)       দাউদা সো (FRA) ১৩  
  ওনুর সিপাল (TUR)       হোসে পেড্রাজা (PUR)  
  হোসে পেড্রাজা (PUR) ১০         দাউদা সো (FRA)  
  ওলেক্সান্দ্র ক্লিউচকো (UKR)         হু কিং (CHN)  
  হু কিং (CHN) ১০       হু কিং (CHN) ১১       
  মিক্লোস ভার্গা (HUN)       মেরে আক্সালভ (KAZ)       
  মেরে আক্সালভ (KAZ) ১২  

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]