বিষয়বস্তুতে চলুন

২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

২০১০ ফিফা বিশ্বকাপের ডি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৩ জুন থেকে ২৩ জুন, ২০১০ পর্যন্ত।[১] এই গ্রুপের প্রতিদ্বন্দ্বীতাকারী দলগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রেলিয়া, সার্বিয়া, এবং ঘানা। এই বিশ্বকাপে জি গ্রুপের সাথে এটিও গ্রুপ অফ ডেথ হিসেবে বিবেচিত হয়েছে।[২]

১৯৭৪ সালের বিশ্বকাপে জার্মানি, অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে খেলেছিলো। সেখানে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে পরাজিত করে।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে সি গ্রুপের রানার্স-আপ দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল খেলবে সি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল দেওয়া হলো।

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি +৪ নকআউট পর্বের উন্নীত
 ঘানা
 অস্ট্রেলিয়া −৩
 সার্বিয়া −১
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাই-ভঙ্গের মানদণ্ড

খেলাসমূহ[সম্পাদনা]

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • সার্বিয়া বনাম ঘানা
  • জার্মানি বনাম অস্ট্রেলিয়া
  • জার্মানি বনাম সার্বিয়া
  • ঘানা বনাম অস্ট্রেলিয়া
  • ঘানা বনাম জার্মানি
  • অস্ট্রেলিয়া বনাম সার্বিয়া

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

সার্বিয়া বনাম ঘানা[সম্পাদনা]


জার্মানি বনাম অস্ট্রেলিয়া[সম্পাদনা]


জার্মানি বনাম সার্বিয়া[সম্পাদনা]


ঘানা বনাম অস্ট্রেলিয়া[সম্পাদনা]


ঘানা বনাম জার্মানি[সম্পাদনা]


অস্ট্রেলিয়া বনাম সার্বিয়া[সম্পাদনা]


পরিশিষ্ট[সম্পাদনা]

  • গোলরক্ষকGK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো – SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) – FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড়MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় – WB বা Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RWB বা Right Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড়FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LW বা LS বা LF

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (পিডিএফ)FIFA.com (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০০৯ 
  2. "Germany face early test of mettle"FIFA.com (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA। ১৭ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১০