২০২১ স্পেনীয় সুপার কাপ ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ স্পেনীয় সুপার কাপ ফাইনাল
স্পেনের সেভিলের এস্তাদিও দে লা কার্তুহায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে
প্রতিযোগিতা২০২০–২১ স্পেনীয় সুপার কাপ
অতিরিক্ত সময় পর
তারিখ১৭ জানুয়ারি ২০২১ (2021-01-17)
ম্যাচসেরাস্পেন ইনিয়াকি উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও)[১]
রেফারিহেসুস গিল মানসানো (এক্সত্রেমাদুরা)[২]
দর্শক সংখ্যা[টীকা ১]
আবহাওয়াপরিচ্ছন্ন
১৮ °সে (৬৪ °ফা)
৫২% আর্দ্রতা[৩]

২০২১ স্পেনীয় সুপার কাপ ফাইনাল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কর্তৃক আয়োজিত স্পেনীয় সুপার কাপের ৩৭তম আসর স্পেনীয় সুপার কাপের ফাইনাল ম্যাচ ছিল। এই ম্যাচটি ২০২১ সালের ১৭ই জানুয়ারি তারিখে স্পেনের সেভিলের এস্তাদিও দে লা কার্তুহায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সেমি-ফাইনালের দুই বিজয়ী দল বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলবাও প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[৪]

এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাও বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে স্পেনীয় সুপার কাপের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে।[৫][৬]

দল[সম্পাদনা]

দল বাছাইপর্ব ফাইনালে অংশগ্রহণ[ক]
বার্সেলোনা ২০১৯–২০ লা লিগার রানার-আপ ২৩ (১৯৮৩, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯০, ১৯৯১, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮)
অ্যাথলেটিক বিলবাও ২০১৯–২০ কোপা দেল রেইয়ের রানার-আপ[খ] ৪ (১৯৮৩, ১৯৮৪,[গ] ২০০৯, ২০১৫)
  1. গাঢ় দ্বারা উক্ত আসরের চ্যাম্পিয়ন নির্দেশিত।
  2. ২০২০–২১ স্পেনীয় সুপার কাপ আয়োজনের সময় ২০২০ কোপা দেল রেই ফাইনালের ফলাফল পাওয়া যায়নি; যার ফলে ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলকে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল।
  3. ১৯৮৩–৮৪ মৌসুমে অ্যাথলেটিক বিলবাও ডাবল জয়লাভ করেছিল, যার ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে ১৯৮৪ সালে স্পেনীয় সুপার কাপের শিরোপা লাভ করেছিল।

ফাইনালে উত্তীর্ণের পথ[সম্পাদনা]

বার্সেলোনা পর্ব অ্যাথলেটিক বিলবাও
প্রতিপক্ষ ফলাফল প্রতিপক্ষ ফলাফল
রিয়াল সোসিয়েদাদ ১–১ (অ.স.প.) ৩–২ (পে.) সেমি-ফাইনাল রিয়াল মাদ্রিদ ২–১

ম্যাচ[সম্পাদনা]

বার্সেলোনা
অ্যাথলেটিক বিলবাও
গো জার্মানি মার্ক-আন্দ্রে টের স্টেগেন
রা.ব্যা. মার্কিন যুক্তরাষ্ট্র সের্হিনিয়ো দেস্ত ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ব্যা. উরুগুয়ে রোনাল্দ আরাউহো
সে.ব্যা. ১৫ ফ্রান্স ক্লেমোঁ লংলে হলুদ কার্ড ১১' ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
লে.ব্যা. ১৮ স্পেন জর্দি আলবা হলুদ কার্ড ১১৪'
সে.মি. ২১ নেদারল্যান্ডস ফ্রেংকি ডে ইয়ং
সে.মি. স্পেন সের্হিও বুস্কেৎস্ ৯৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯৭'
সে.মি. ১৬ স্পেন পেদ্রি ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
রা.উ. ১১ ফ্রান্স উসমান দেম্বেলে ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
সে.ফ. ১০ আর্জেন্টিনা লিওনেল মেসি (অধি:) লাল কার্ড ১২০+১'
লে.উ. ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান
বদলি খেলোয়াড়:
গো ১৩ ব্রাজিল নেতো
গো ২৬ স্পেন ইনিয়াকি পেনিয়া
২৩ ফ্রান্স সামুয়েল উমতিতি
২৪ স্পেন জুনিয়র ফিরপো
২৮ স্পেন ওস্কার মিঙ্গেসা ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
বসনিয়া ও হার্জেগোভিনা মিরালেম পিয়ানিচ ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
১২ স্পেন রিকি পুচ ৯৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯৭'
ডেনমার্ক মার্টিন ব্র্যাথওয়েট ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
১৭ পর্তুগাল ফ্রান্সিস্কো ত্রিনকাও ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
ম্যানেজার:
নেদারল্যান্ডস রোনাল্ট কুমান
গো স্পেন উনাই সিমোন
রা.ব্যা. ২১ স্পেন আন্দের কাপা ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.ব্যা. স্পেন ইয়েরায় আলভারেস
সে.ব্যা. স্পেন ইনিগো মার্তিনেস ৯৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯৫'
লে.ব্যা. ২৪ স্পেন মিকেল বালেনসিয়াগা ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
রা.মি. ১৮ স্পেন ওস্কার দে মার্কোস
সে.মি. ২৭ স্পেন উনাই ভেন্সেদোর ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.মি. ১৪ স্পেন দানি গার্সিয়া হলুদ কার্ড ৬৭'
লে.মি. ১০ স্পেন ইকের মুনিয়াইন (অধি:)
সে.ফ. ২২ স্পেন রাউল গার্সিয়া ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
সে.ফ. স্পেন ইনিয়াকি উইলিয়ামস ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
বদলি খেলোয়াড়:
গো ১৩ স্পেন হোকিন এস্কিয়েতা
স্পেন উনাই নুনিয়েস ৯৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯৫'
১৫ স্পেন ইনিগো লেকুয়ে ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
স্পেন মিকেল ভেসগা ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৬ স্পেন ওইয়ান সানসেত
স্পেন হোন মোর্সিয়ো হলুদ কার্ড ১১০' ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
স্পেন ইবাই গোমেস
১২ স্পেন আলেক্স বেরেঙ্গুয়ের ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
২০ স্পেন আসিয়ের ভিয়ালিব্রে হলুদ কার্ড ১০৯' ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
ম্যানেজার:
স্পেন মার্সেলিনো

ম্যান অব দ্য ম্যাচ:
ইনিয়াকি উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও)[১]

সহকারী রেফারি:[২]
আনহেল নেভাদো রোদ্রিগেস (এক্সত্রেমাদুরা)
হাভিয়ের মার্তিনেস নিকোলাস (মুর্সিয়া)
চতুর্থ রেফারি:[২]
হোসে মারিয়া সানচেস মার্তিনেস (মুর্সিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:[২]
দিয়েগো বারবেরো সেভিয়া (আন্দালুসিয়া)
ভিডিও সহকারী রেফারি:[২]
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (লাস পালমাস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:[২]
গিয়ের্মো কুয়াদ্রা ফের্নান্দেস (বালেয়ারিক দ্বীপপুঞ্জ)

ম্যাচের নিয়ম

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)
  • সর্বাধিক ৯ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত .
  • সর্বাধিক ৫ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় বদল করা যাবে[টীকা ২]

টীকা[সম্পাদনা]

  1. স্পেনে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিনা দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজন করা হয়েছে।
  2. প্রতিটি দলকে বদল করার জন্য মাত্র তিনটি সুযোগ (অতিরিক্ত সময়ে চতুর্থ সুযোগ ব্যতীত) দেওয়া হয়েছিল, প্রথমার্ধ শেষে অতিরিক্ত সময়ের পূর্বে এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে বদল করা খেলোয়াড়গণ এই গণনায় থাকবে না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Iñaki Williams: "El trabajo que vengo haciendo desde hace tiempo hoy se ha visto recompensado"" [Iñaki Williams: "The work I have been doing for a long time has been rewarded today"]। Royal Spanish Football Federation (স্পেনীয় ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  2. "Relación de colegiados designados: Supercopa España, Final" [List of designated officials: Supercopa España, Final] (PDF)Royal Spanish Football Federation (স্পেনীয় ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  3. "Riyadh, Riyadh, Saudi Arabia Weather History"Weather UndergroundThe Weather Company। ১৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  4. "La Asamblea de la RFEF aprueba la celebración de la Supercopa de España en Andalucía"। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২১ 
  5. "Lionel Messi sent off as Barcelona lose Spanish Super Cup to Athletic Bilbao"BBC Sport। ১৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  6. Bell, Arch (১৭ জানুয়ারি ২০২১)। "Williams sinks Barcelona and Athletic claim the Supercopa"Marca। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]