বিষয়বস্তুতে চলুন

অনুনাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একটি কম্পনশীল সিস্টেমের প্রাসঙ্গে অনুনাদ হলো সিস্টেমটির স্বাভাবিক কম্পাঙ্কতে বল প্রয়োগের ফলে সময়ের সাথে বিস্তার বৃদ্ধি পাওয়ার ঘটনা। অনুনাদে বিস্তার বৃদ্ধি পাওয়ার কারণ স্বাভাবিক কম্পাঙ্কতে বল প্রয়োগে সিস্টেমের মোট যান্ত্রিক শক্তি সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া।

অনুনাদ বা রেজনেন্সের গ্রাফচিত্র

প্রাসঙ্গিক সময়-পরিবর্তনশীল বল যেসব কম্পাঙ্কে প্রয়োগে অনুনাদ ঘটায় সেসব কম্পাঙ্কসমূহকে অনুনাদ কম্পাঙ্ক-ও বলা হয়। অর্থাৎ অনুনাদ কম্পাঙ্ক ধারণা হিসেবে স্বাভাবিক কম্পাঙ্কের ধারণার অপেক্ষায় ভিন্ন হলেও এদের মানসমূহ সমান। যেখানে অনুনাদ কম্পাঙ্কের ধারণায় কম্পাঙ্কগুলোর অনুনাদ ঘটানোর সম্ভবনা ফুটে ওঠে, সেখানে স্বাভাবিক কম্পাঙ্কের ধারণা একই কম্পাঙ্কসমূহ প্রাসঙ্গিক সিস্টেমে বাহ্যিক বলের অনুপস্থিতিতে প্রযোজ্য হওয়াকে তুলে ধরে।

কোনো বস্তু যখন সহজে তার স্থিতি শক্তিকে গতি শক্তিতে ও বিপরীত ক্রমে গতি শক্তিকে স্থিতি শক্তিতে রূপান্তর করতে পারে তখন অনুনাদ সম্ভব হয়। যদিও প্রতিটি পর্যায়বৃত্তে বস্তুটির শক্তির অপচয় হয়। একে ডাম্পিং বা বাধা বলে। এই ডাম্পিং ফোর্স কম থাকলে বস্তুতি তার সহজাত কম্পাঙ্কে কাঁপতে পারে। প্রতিটি বস্তুর এই সহজাত কম্পাঙ্ক আলাদা এবং একই বস্তুর অনেকগুলি সহজাত কম্পাঙ্ক থাকতে পারে।