বিষয়বস্তুতে চলুন

অন অফ কিয়িং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাসব্যান্ড মড্যুলেশন টেকনিক্স
অ্যানালগ মড্যুলেশন
এএম · এসএসবি  · কিউএএম  · এফএম · পিএম · এসএম
ডিজিটাল মড্যুলেশন
এফএসকে · এমএফএসকে  · এএসকে · ওওকে · পিএসকে · কিউএএম
এমএসকে · সিপিএম · পিপিএম · টিসিএম
ওএফডিএম · এসসি-এফডিই
স্প্রেড স্পেকট্রাম
সিএসএস  · ডিএসএসএস  · এফএইচএসএস  · টিএইচএসএস
আরও দেখুন: ডিমড্যুলেশন, মডেম,

লাইন কোড, পিএএম, পিডব্লিউএম, পিসিএম

অন-অফ কীিংয়ের আই ডায়াগ্রাম

অন অফ কিয়িং (ওওকে) হলো এক ধরনের মড্যুলেশন যা বাহক সংকেতে ডিজিটাল তথ্যের উপস্থিতি যা অনুপস্থিতিকে নির্দেশ করে। সোজা কথায় একটি নির্দিষ্ট সময়ের বাহকের উপস্থিতির জন্য বাইনারী এক ও নির্দিষ্ট সময়ের বাহকের অনুপস্থিতির জন্য বাইনারী শুন্য ধরা হয়। অনেক ক্ষেত্রে আরো অন্য তথ্যও সন্নিবেশিত থাকে।এটা আসলে ইউনিপোলার এনকোডিং-এর বিপরীত ব্যাপার।

অন অফ কিয়িং রেডিও ফ্রিকুয়েন্সির ওপরে মোর্স কোড পাঠানোর একটা কৌশল যদিও যেকোন ডিজিটাল এনকোডিং ব্যবহার করা যেতে পারে। আই এস এম ব্র্যান্ডে অন অফ কিয়িং ব্যবহার করা হয় এক কম্পিউটার থেকে আরেকটিতে তথ্য পাঠাতে। অন অফ কিয়িং খুব বেশি দক্ষ ব্যাপার না কারণ বাহক সংকেতের মানের পরিবর্তন ঘটে খুব।ছোট থেকে মাঝারি গতির সিগণ্যালিং-এ এটা ব্যবহার করা হয়ে থাকে। মাঝারি উচ্চ গতির সিগণ্যালিং-এ ফ্রিকুয়েন্সি সিফট কিয়িং ব্যবহার করা হয়। রেডিও ফ্রিকুয়েন্সি বাহক তরঙ্গে অন অফ কিয়িং ব্যবহার করা হয় অপটিক্যাল যোগাযোগ মাধ্যমে। বিমান চলাচলে মনুষ্যবিহীন এয়ারপোর্টে পাইলট রানওয়ের বাতি জ্বালাতে এটা ব্যবহার করতে পারে।

বহিঃসংযোগ[সম্পাদনা]