বিষয়বস্তুতে চলুন

অপারেশন ভালকিরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোমা বিস্ফোরণের পর উলফসচেঞ্জ

অপারেশন ভালকিরি (German: Unternehmen Walküre) জার্মানির সেই সময়ের শাসক অ্যাডলফ হিটলারকে হত্যা করার ছক। ১৯৪৪ সালে তখন হিটলারের বিরোধী মত তৈরি হচ্ছিল। সেনাবাহিনীতেও তার একাধিপত্য ছিল না। সে সময়ই ক্লজ ফন স্টফেনবার্গ নামে এক সেনা কর্মকর্তা ও কয়েকটি নাৎসি বিরোধী সংগঠন হাত মিলিয়ে হিটলারকে হত্যার ছক কষে। দিনটি ছিল ১৯৪৪ সালের ২০ জুলাই। সেই সেনা কর্মকর্তা হিটলারের সঙ্গে দেখা করতে গিয়ে একটি ব্রিফকেস রেখে বেরিয়ে যান। ভেতরে ছিল বোমা। সেনা কর্মকর্তা চলে যেতেই একটি ফোন আসে হিটলারের কাছে। ব্রিফকেস থেকে তাকে দূরে সরে যেতে বলা হয়। সামান্য দূরে যেতেই ভয়ংকর বিস্ফোরণ। প্রাণে বাঁচলেও মারাত্মক আহত হন হিটলার। এভাবে ব্যর্থ হয় সিক্রেট অপারেশন।

পরিকল্পনা[সম্পাদনা]

২০ জুলাই ১৯৪৪-এ হিটলারকে হত্যার প্রচেষ্টার প্রকৃত বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেছিলেন ক্লজ ফন স্টফেনবার্গ। স্টফেনবার্গ ভালকিরি পরিকল্পনাকে আরও উন্নত করেছিলেন এবং পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলায় পরিবর্তন করেছিলেন। রিজার্ভ আর্মির চিফ অফ স্টাফ হিসাবে স্টফেনবার্গের অবস্থান তাকে রিপোর্টের জন্য হিটলারের কাছে যাওয়ার অনুমতি দেয় এবং একই সাথে ভালকিরি বাস্তবায়নের জন্য সদর দফতরে তার উপস্থিতির প্রয়োজন হয়। প্রথমে, ট্রেসকো এবং স্টফেনবার্গ হিটলারের কাছে যাওয়ার অনুমতিসহ অন্যান্য অফিসারদের সন্ধান করেছিলেন যারা এই হত্যাকাণ্ড চালাতে পারে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kurtz 1946, পৃ. 226।

বহিঃসূত্র[সম্পাদনা]