অপ লুয়াং জাতীয় উদ্যান

স্থানাঙ্ক: ১৮°১৩′২৩″ উত্তর ৯৮°২৮′৫২″ পূর্ব / ১৮.২২৩০৬° উত্তর ৯৮.৪৮১১১° পূর্ব / 18.22306; 98.48111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপ লুয়াং জাতীয় উদ্যান
อุทยานแห่งชาติออบหลวง
অপ লুয়াং জাতীয় উদ্যানের ঝরণা
মানচিত্র অপ লুয়াং জাতীয় উদ্যানের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র অপ লুয়াং জাতীয় উদ্যানের অবস্থান দেখাচ্ছে
থাইল্যান্ডে অপ লুয়াং জাতীয় উদ্যানের অবস্থান
অবস্থানচিয়াং মাই প্রদেশ, থাইল্যান্ড
নিকটবর্তী শহরলাম্ফুন
স্থানাঙ্ক১৮°১৩′২৩″ উত্তর ৯৮°২৮′৫২″ পূর্ব / ১৮.২২৩০৬° উত্তর ৯৮.৪৮১১১° পূর্ব / 18.22306; 98.48111
আয়তন৫৫৩ কিমি (২১০ মা)
স্থাপিত১৯৯১ (1991)[১]
কর্তৃপক্ষজীববৈচিত্র‍্য ও বন সংরক্ষণ মন্ত্রণালয়

অপ লুয়াং জাতীয় উদ্যান (থাই: อุทยานแห่งชาติออบหลวง) থাইল্যান্ডের একটি জাতীয় উদ্যান। এটি চিয়াং মাই প্রদেশে অবস্থিত। অপ লুয়াং জাতীয় উদ্যানে কিছু মনোমুগ্ধকর নদী, পর্বত ও গিরিখাত রয়েছে।[২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

অপ লুয়াং জাতীয় উদ্যানটি চম থং, মায়ে চেম এবং হট জেলা এবং চিয়াং মাই শহর পর্যন্ত বিস্তৃত। উদ্যানটি দক্ষিণে প্রায় ১০৫ কিলোমিটার (৭০ মাইল) বিস্তৃত। উদ্যানটির আয়তন ৫৫৩ বর্গকিলোমিটার (২১০ বর্গ মাইল)। এটি একদম দোই ইথানন জাতীয় উদ্যানের পাশে অবস্থিত। দোই ইথানন পার্কের মতো অপ লুয়াং উদ্যানটি থানন থং চই পর্বতমালার পাদদেশে রয়েছে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

অপ লুয়াং ন্যাশনাল পার্কে প্রাগৈতিহাসিক কিছু চিত্র এবং অন্যান্য নিদর্শন পাওয়া গেছে। দোই ফা চ্যাং অঞ্চলে একটি হাতির একটি ক্লিফ চিত্র রয়েছে। ওপ লুয়াং গিরিখাতের নিকটে আরও পাথুরে চিত্রগুলির পাশাপাশি প্রাচীন গহনা এবং সরঞ্জাম পাওয়া গেছে। কার্বন-ডেটিং পদ্ধতিতে এই নিদর্শনগুলি প্রায় ২৮,০০০ বছর পুরানো বলে নির্ণয় করা হয়।[১][৩]

পার্কটি ১৯৬৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত একটি বন উদ্যান ছিল। ১৯৯১ সালে অপ লুয়াংকে থাইল্যান্ডের ৬৮তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।[১]

আকর্ষণ[সম্পাদনা]

পার্কটির মূল আকর্ষণ হল অপ লুয়াং গিরিখাত ,যা মেই চেম নদী দ্বারা সৃষ্ট। উপত্যকাটি খাড়া-পার্শ্বযুক্ত এবং প্রায় ৩০০ মিটার (১,০০০ ফুট) লম্বা[১]

জলপ্রপাতগুলি অন্তর্ভুক্ত মা বুয়া খাম, প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) উঁচু; মায়ে চন, প্রায় ৮০ মিটার (২৬০ ফুট) প্রশস্ত এবং বছরব্যাপী মে টিয়া প্রায় ৮০ মিটার (২৬০ ফুট) উঁচু। থিপ থানম পার্কের পশ্চিমে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে।[১]

থম টং একটি গ্রানাইট এবং চুনাপাথরের গুহা যা দীর্ঘ টানেলের দিকে নিয়ে যায়। থম তু পু গুহায় স্ট্যালগমিটস এবং স্ট্যালাকাইটাইটস রয়েছে।[১][২]

উদ্ভিদ ও প্রাণীজগৎ[সম্পাদনা]

উদ্যানটি পর্ণমোচী, ডিপ্টারোকার্প পর্ণমোচী, চিরহরিৎ বৃক্ষের মিশ্রণ। গাছের প্রজাতির মধ্যে রয়েছে টাকিয়ান, ডিপ্টোকার্পাস, আলাতাস, জাইলিয়া জাইলোকার্পা, সেগুন, টেরোকার্পাস ম্যাক্রোকার্পাস, জারুল এবং লেজারস্ট্রোমিয়া, স্পেশিয়োসা পাশাপাশি বিভিন্ন বাঁশ, খেজুর এবং ফার্ন অন্তর্ভুক্ত।

উদ্যানের উল্লেখযোগ্য প্রাণী প্রজাতির মধ্যে রয়েছে বাঘ, সম্বর হরিণ, এশীয় কালো ভাল্লুক, ভাম, বনরুই, ম্যাকাকু, সিয়ামিক খরগোশ,বনছাগল, হনুমান, নেউল,গাছ গুই, উত্তরী কাঠবিড়ালি,ছালার হরিণ এবং বুনো শুয়োর[২]

অ্যাভিয়ান লাইফের মধ্যে রয়েছে বাসন্তী লটকনটিয়া, স্কারলেট মিনিভেট, সাদাকোমর শ্যামা, তিলা ঘুঘু, কুবো, পাহাড়ী ময়না, সিয়ামিজ ফায়ারব্যাক, লাল বনমোরগ, শিকরা, ফ্যালকনেট, বুলবুলি, কাঠঠোকরা, ভরতপাখি এবং তিতির[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ob Luang National Park"Department of National Parks (Thailand)। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  2. "National Parks in Thailand: Op Luang National Park" (পিডিএফ)Department of National Parks (Thailand)। ২০১৫। পৃষ্ঠা 80–81। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৭ 
  3. "Op Luang National Park"Michelin Travel। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪