বিষয়বস্তুতে চলুন

আলাপ:বশরী শাহ মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "একত্রীকরণ" অনুচ্ছেদে

একত্রীকরণ[সম্পাদনা]

আমি ভোসড়ি শাহের মসজিদ নিবন্ধটি বশরী শাহ মসজিদ এর সাথে একত্র করার আহবান জানাচ্ছি। আমার দাবির স্বপক্ষে যুক্তি - ১। ভোসড়ি শাহের মসজিদ নিবন্ধটি এর ইংরেজি ভাষার নিবন্ধটির সাথে যুক্ত নয়। অন্যদিকে বশরী শাহ মসজিদ ইতিমধ্যে ইংরেজি নিবন্ধের সাথে সংযুক্ত করা হয়েছে। ২। মসজিদটির প্রকৃত নাম বশরী শাহ মসজিদ, ভোসড়ি শাহের মসজিদ নয়। কলকাতা পৌরসংস্থা তালিকাভুক্তির সময় ভুল করে এর নাম ভোসড়ি শাহ লিখেছিলো। ৩। ভোসড়ি শাহ মসজিদ নিবন্ধে পর্যাপ্ত তথ্যসূত্র দেওয়া নেই। ভুলে ভরা বিভ্রান্তিকর তথ্যে ভরপুর। অন্যদিকে আমার লেখে বশরী শাহ মসজিদ নিবন্ধে আমি পর্যাপ্ত তথ্যসূত্র প্রদান করেছি। ৪। ভোসড়ি শাহের মসজিদ নিবন্ধে নির্মাতার নাম ভুল দেওয়া হয়েছে যা হওয়া উচিত জাফির আলী যা আমি বশরী শাহের মসজিদ নিবন্ধে তথ্যসূত্র সহ উল্লেখ করেছি। ৫। বশরী শাহ মসজিদ নিবন্ধটি ভোসড়ি শাহের মসজিদ এর চাইতে উন্নত ও মানসম্মত।

অতএব বশরী শাহ মসজিদ নিবন্ধটি রেখে ভোসড়ি শাহের মসজিদ অত্র নিবন্ধের সাথে একিভূত করা হোক।— Mehediabedin (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Mehediabedin: এক্ষেত্রে পরবর্তীতে নতুন নিবন্ধ তৈরি না করে বিদ্যমান নিবন্ধের মানোন্নয়নের অনুরোধ রইলো। @আফতাবুজ্জামান: ভাইকে পিং করা হলো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২৬, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন