বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাদশাহ মিয়া চৌধুরী সড়ক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ মাস আগে "বাদশাহ মিয়া চৌধুরী সড়ক" অনুচ্ছেদে

বাদশাহ মিয়া চৌধুরী সড়ক[সম্পাদনা]

সুধী, আপনি বাদশাহ মিয়া চৌধুরী সড়ক নিবন্ধটিকে চট্টগ্রাম নিবন্ধে স্থানান্তর করেছিলেন। ধারণা করছি নিবন্ধে সড়ক সম্পর্কিত নিজস্ব সূত্র ছিল না বলে পুনর্নির্দেশ করেছেন। কিন্তু আমি গুগলে সার্চ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। তাই নিবন্ধটি হালনাগাদ করে ফিরিয়ে আনার অনুরোধ করছি। নিম্নে সূত্রগুলো দেওয়া হল:

উপরের সূত্রটি সড়ক সম্পর্কে উল্লেখযোগ্য স্বাধীন সূত্র যেখানে বিশদে সড়ক সম্পর্কে লেখা আছে।

উপরের দুটি সূত্র প্রেস বিজ্ঞপ্তি। কিন্তু এই দুটি সূত্রে সড়কের উন্নয়নকাজ ও ফলকের সম্পর্কে তথ্য রয়েছে। তাই সহযোগী সূত্র হিসেবে দুটি ব্যবহার করা উচিত।

অকার্যকর সূত্রগুলো প্রতিস্থাপন করতে উপরের দুটি সূত্র ব্যবহার করা যেতে পারে। মেহেদী আবেদীন ১০:৪৭, ১৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মেহেদী আবেদীন  করা হয়েছে~মহীন (আলাপ) ১৭:৩১, ১৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন