আলাপ:মল্লক্রীড়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৩ বছর পূর্বে "মল্লক্রীড়াবিদ না মল্ল" অনুচ্ছেদে

মল্লক্রীড়াবিদ না মল্ল[সম্পাদনা]

@Zaheen: ভাই মল্লক্রীড়ায় অংশ নেওয়া খেলোয়াড়দের মল্লক্রীড়াবিদ না শুধু মল্ল নামে অবহিত করা হয়। মানে অ্যাথলেট এর বাংলা কি হবে। কায়সার আহমাদ (আলাপ) ১৩:৩০, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:কায়সার আহমাদ শুধু "মল্ল" তো কোথাও পড়িনি। তবে মল্লক্রীড়াবিদ দেখেছি। আপনি কি এই সংযোগটা থেকে পেয়েছেন? আমার মনে হয় ওখানে ছাপার ভুল হয়েছে। মল্লক্রীড়াবিদ লিখতে গিয়ে মল্ল আর ক্রীড়াবিদের মাঝে ভুল করে একটা সেমিকোলন পড়ে গেছে। কারণ ঠিক তার পরের ভুক্তিতেই দেখুন Athleic-এর একটি অনুবাদ করা হয়েছে "মল্লক্রীড়াবিদ সম্বন্ধীয়"। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:২৬, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা বুঝতে পেরেছি। সংসদ বাংলা-ইংরেজি অভিধানে দেখছি "মল্ল" ভুক্তি আছে, যার একটি ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছে Athlete। কিন্তু মল্ল বলতে " Wrestler"-ও দেওয়া হয়েছে। এই দ্ব্যর্থকতা এড়ানোর জন্য আমার আপাতত প্রস্তাব হল Wrestler = মল্লযোদ্ধা এবং Athlete = মল্লক্রীড়াবিদ। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫৬, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন