বিষয়বস্তুতে চলুন

আহমদ কায়কাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ কায়কাউস
কায়কাউস (২০২১)
বিকল্প নির্বাহী পরিচালক
বিশ্ব ব্যাংক
কাজের মেয়াদ
৮ ডিসেম্বর ২০২২ – ৭ ফেব্রুয়ারি ২০২৪
পূর্বসূরীমোঃ শফিউল আলম
উত্তরসূরীশরিফা খান
মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর কার্যালয়
কাজের মেয়াদ
৩১ ডিসেম্বর ২০১৯ – ৭ ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীনজিবুর রহমান
উত্তরসূরীমোঃ তোফাজ্জল হোসেন মিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-01-01) ১ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
পটিয়া, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীমাফরুহা আহমদ
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

আহমদ কায়কাউস একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা। তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ডঃ কায়কাউস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের উন্নয়ন অর্থনীতি কেন্দ্র থেকে কলাবিদ্যায় স্নাতকোত্তর উপাধি (এমএ ডিগ্রি) অর্জন করেন।[২] পরবর্তীতে ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে জননীতিরাজনৈতিক অর্থনীতি বিষয়ের উপর গবেষণা করে ডক্টরেট উপাধি (পিএইচডি) লাভ করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ডঃ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।[২] কর্মজীবনের শুরুতে তিনি নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার ও কগনিজেন্স ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারিতে তিনি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।[২][৩] তিনি ২০২২ সালের ৮ ডিসেম্বর সরকারি চাকুরী থেকে অবসরে যান এবং বিশ্বব্যাংকে যোগদান করেন।[৪] ৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে তাঁকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।[৫] ৬ মার্চ ২০২৪ সালে কায়কাউসকে অবসরোত্তর ছুটি (পিআরএল) প্রদান করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়[৬][৭] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং টেক্সাসের কলিন কলেজে অধ্যাপনা করেছেন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PM's principal secretary Kaikaus gets extension for 2 years"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫ 
  2. "ড. আহমদ কায়কাউস"বিদ্যুৎ বিভাগ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  3. "নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস"বিডিনিউজ। ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  4. "বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন আহমদ কায়কাউস"banglanews24.com। ২০২২-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  5. "বিশ্বব্যাংকে থাকছেন না সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস"প্রথম আলো। ২০২৪-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮ 
  6. "ড. আহমদ কায়কাউস (৩৫০১) এর স্থগিতকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) পুুনর্বহাল সংক্রান্ত" (পিডিএফ)জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪ 
  7. "আহমদ কায়কাউসের পিআরএল পুনর্বহাল"বাংলানিউজ২৪। ২০২৪-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৭ 
  8. "Dr. Ahmad Kaikaus"Ministry of Power, Energy and Mineral Resources। ১১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২