বিষয়বস্তুতে চলুন

আহমেদ শরীফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমেদ শরীফ
জন্ম
আহমেদ শরীফ

(1943-08-12) ১২ আগস্ট ১৯৪৩ (বয়স ৮০)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৬–বর্তমান
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীমেহরুন আহমেদ
সন্তান১ মেয়ে (আফিয়া মুবেশ্বীরা)

আহমেদ শরীফ (জন্ম: ১২ আগস্ট ১৯৪৩) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় আট শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি প্রধানত ঢালিউড চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয়ে বেশি পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী , দেনমোহর (১৯৯৬), তিন কন্যা (১৯৮৫) ও বন্দুক[১] ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক, এরপর আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।[২]

অভিনয় জীবন[সম্পাদনা]

আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়।[৩] চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফুটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই’।[১], পারিবারিক জীবনে তার একটি মেয়ে আছে। আহমেদ শরীফ বর্তমানে উত্তরার চার নম্বর সেক্টরে থাকেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তার এলাকা কুষ্টিয়ায় কাজও শুরু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি দলের সাথে জড়িত। তিনি জাসাস সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।[৪]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • রুদ্র দ্য গ্যাংস্টার (২০১৬)
  • অঙ্গার (২০১৬)
  • মাটির পরী (২০১৬)
  • বিগ ব্রাদার (২০১৫)
  • স্বর্গ থেকে নরক (২০১৫)
  • এপার ওপার (২০১৫)
  • প্রেম কি অপরাধ (২০১৪)
  • হিরো: দ্যা সুপার স্টার (২০১৪) - শরীফ দোসানী
  • জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
  • ঢাকার কিং (২০১২)
  • মোস্ট ওয়েলকাম (২০১২) - এ-বি-সি
  • অবুঝ প্রেম (২০১২)
  • বাংলাদেশী (২০১২)
  • শিউলীমণি (২০১২)
  • মাই নেম ইজ সুলতান (২০১২)
  • গার্মেন্টস কন্যা (২০১১)
  • আমার পৃথিবী তুমি (২০১১)
  • প্রেমিক পুরুষ (২০১০)
  • গোলাপী এখন বিলেতে (২০১০)
  • মন বসে না পড়ার টেবিলে (২০০৯)
  • সবার উপরে তুমি (২০০৯)
  • বলো না কবুল (২০০৯)
  • মনে প্রাণে আছো তুমি (২০০৮)
  • আমার জান আমার প্রাণ (২০০৮)
  • সমাধি (২০০৮)
  • মেঘের কোলে রোদ (২০০৮) - বিচারক
  • টাকা (২০০৫)
  • শাস্তি (২০০৪) - বিচারক
  • ভাইয়ের শত্রু ভাই (২০০৪)
  • কঠিন সীমার (২০০৩)
  • শিকারী (২০০১)
  • রংবাজ
  • বাদশা (২০০১)
  • রাঙা বউ (১৯৯৮)
  • চাওয়া থেকে পাওয়া (১৯৯৬)
  • আঞ্জুমান (১৯৯৫)
  • বাংলার নায়ক (১৯৯৫)
  • দেনমোহর (১৯৯৫)
  • কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)
  • ক্ষতিপূরণ (১৯৮৯) - শরীফ
  • গোলমাল (১৯৮৬)
  • তিন কন্যা (১৯৮৫)
  • প্রতিরোধ
  • মিস লোলিতা (১৯৮৫)
  • মহানায়ক
  • ঘরের বউ (১৯৮৩)
  • মোহনা (১৯৮২)
  • লিডার
  • সোনার সংসার
  • রাজকুমার - খবির উদ্দীন (২০২৪)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আহমেদ শরীফ"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৫ 
  2. "সিনেমার খবর নেই, সমিতি নিয়ে মাতামাতি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০ 
  3. "পর্দার মন্দ মানুষেরা বাস্তবে যেমন"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৫ 
  4. "আহমেদ শরীফ এর বায়োগ্রাফি"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]