বিষয়বস্তুতে চলুন

আহলে হিল্ল ওয়াল আকদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আহলে আল-হিল্ল ওয়াল আকদ (আরবি: أهل الحل والعقد, প্রতিবর্ণীকৃত: ahl al-ḥall wa’l-‘aqd) হলো ইসলামের রাজনৈতিক দিকগুলিতে ব্যবহৃত একটি শব্দ যা উম্মতের পক্ষে খলিফা বা অন্য কোন শাসক নিয়োগ বা মোতায়েনের যোগ্য ব্যক্তিদের বোঝায়।[১][২] সকল মুসলমানদের প্রতিনিধি এবং মুখপাত্র হওয়ার উপযুক্ত বিশিষ্ট মুসলমানদের একটি জামাতকে আহলে আল-হিল্ল ওয়াল আকদ বলা হয়।

শর্তসমূহ[সম্পাদনা]

  • আদালতের সকল শর্তসমূহ বিদ্যমান থাকা।
  • ইসলামী খিলাফত এবং ইমারত সম্পর্কিত সকল বিষয়ে জ্ঞানী হওয়া।
  • রায় দানে সক্ষম হওয়া এবং প্রজ্ঞাবান হওয়া।
  • আহলে হিল্ল ওয়াল আকদ এমন হওয়া, যাদের যে কোন সিদ্ধান্ত গোটা উম্মাহ খুশি মনে মেনে নেয় এবং তাদের সিদ্ধান্তই সকলের সিদ্ধান্ত বলে বিবেচিত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ahl al-Ḥall wa'l-'Aḳd"। The Encyclopaedia of Islam, New EditionI। Leiden: Brill। ১৯৮৬। পৃষ্ঠা 263–264। 
  2. "Ahl al-Hall wa'l-Aqd"Oxford Islamic Studies Online  From Esposito, John L., সম্পাদক (২০০৩)। The Oxford Dictionary of Islam