আ জা ম তকীয়ুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আ জা ম তকীয়ুল্লাহ
মৃত্যু১৬ নভেম্বর ২০১৭(২০১৭-১১-১৬) (aged 91)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পিতা-মাতা
আত্মীয়মুর্তজা বশীর (ভাই)

আ জা ম তকীয়ুল্লাহ (মৃত্যু: ১৬ নভেম্বর ২০১৭) বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন পুরাতন ও অভিজ্ঞ কর্মী ছিলেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ভাষা আন্দোলনে তার অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে পদকে ভুষিত হন।[১] তিনি এ পুরস্কার মরণোত্তর পান।[২] তিনি বাংলাদেশের ভাষা বিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে।

কর্মজীবন[সম্পাদনা]

তকিউল্লাহ প্রমিত বাংলা বর্ষপঞ্জি নামে বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন। ১৯৪০ এর দশকে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

২০১৭ সালের ১৬ নভেম্বর তকীয়ুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'একুশে পদক' ২০১৮ প্রদান"সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "একুশে পদক পাচ্ছেন একুশ গুণী"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Language Movement veteran, leftist Muhammad Takiullah passes way at 91"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯