বিষয়বস্তুতে চলুন

ইয়াং ইয়াং (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াং ইয়াং
জন্ম (1991-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২)
মাতৃশিক্ষায়তন
পেশাঅভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মডেল
কর্মজীবন২০১০–বর্তমান
প্রতিনিধিইউইকাই এন্টারটেইনমেন্ট
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 楊洋
সরলীকৃত চীনা 杨洋

ইয়াং ইয়াং (সরলীকৃত চীনা: 杨洋, জন্ম ৯ সেপ্টেম্বর ১৯৯১) একজন চীনা অভিনেতা। তিনি চীনা টেলিভিশন নাটক দ্য ড্রিম অফ রেড ম্যানশনস (২০১০) এর মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে, তিনি টেলিভিশন নাটক দ্য লস্ট টম্ব (২০১৫), দ্য হুইর্লউইন্ড গার্ল (২০১৫), লাভ ওটুও (২০১৬), মার্শাল ইউনিভার্স (২০১৮), দ্য কিংস অবতার (২০১৯), ইউ আর মাই গ্লোরি- তে তার ভূমিকার জন্য স্বীকৃতি পেয়েছেন। (২০২১), গ্লোরি অফ স্পেশাল ফোর্সেস (২০২২), হু রুলস দ্য ওয়ার্ল্ড (২০২২) এবং ফিল্ম দ্য লেফট ইয়ার (২০১৫), আই বেলঞ্জড টু ইউ (২০১৬), ওয়ান্স আপন এ টাইম (২০১৭)।

তিনি ২০১৭ ফোর্বস চায়না সেলিব্রেটি ১০০ তালিকায় পঞ্চম, ২০১৯ সালে ২৭তম এবং ২০২০ সালে ৪৪তম স্থানে ছিলেন। তিনি ছিলেন চীনের প্রথম অলিম্পিক শিখা মশাল বহনকারী গ্রীসে, এপ্রিল ২২, ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসের জন্য।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chinese torchbearers attend Olympics torch relay in Greece[1]- Chinadaily.com.cn"www.chinadaily.com.cn। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৭