বিষয়বস্তুতে চলুন

ইস্টার্ন ইউনিভার্সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইস্টার্ন ইউনিভার্সিটি
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৩
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন[১]
ডিন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৩১ (১৩০ পূর্ণকালীন)
শিক্ষার্থী১১,৭৯৩ (২০১৩ পর্যন্ত)
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙনীল
সংক্ষিপ্ত নামই ইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.easternuni.edu.bd
মানচিত্র

ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[২] এর ক্যাম্পাস ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে অবস্থিত। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।[৩] এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ রয়েছে। প্রত্যেকটি অনুষদের স্বতন্ত্র ক্যাম্পাস রয়েছে। ২০১৩ সালের হিসাব অনুযায়ী ১১,৭৯৩ এর অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।

উপাচার্য[সম্পাদনা]

নিম্নোক্ত ব্যক্তিবর্গ ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

অনুষদসমূহ[সম্পাদনা]

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদ রয়েছে। এগুলো হলো:

ব্যবসায় প্রশাসন অনুষদ
  • বিবিএ প্রোগ্রাম (ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর )
  • এমবিএ প্রোগ্রাম (ব্যবসায় প্রশাসনে মাস্টার)
  • ইএমবিএ প্রোগ্রাম (এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
  • বি.এসসি. সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল)
  • বি.এসসি. ইইই (তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল)

টেক্সটাইল প্রকৌশলের অধীনে বি.এস.সি. চালু করা ইউজিসির বিবেচনাধীন রয়েছে। চালু করা জন্য অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুরকৌশল, স্থাপত্যে স্নাতক, ফার্মেসিতে বি.এসসি ও পরিবেশ ও জলবায়ুতে স্নাতকোত্তর ডিপ্লোমা।

আইন অনুষদ
  • ব্যাচেলর অফ ল (অনার্স)
  • মাস্টার্স অফ ল'স (১ বছরের প্রোগ্রাম)
কলা অনুষদ
  • ইংরেজি ভাষায় স্নাতক (অনার্স)
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স অব আর্টস
  • ইংরেজি ভাষায় শিক্ষাদান -এ মাস্টার্স (১ বছরের প্রোগ্রাম)
  • ইংরেজি ভাষা শিক্ষায় মাস্টার্স (ইএলটি) (২ বছরের প্রোগ্রাম)

ক্যাম্পাস[সম্পাদনা]

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকা

বিশ্ববিদ্যালয়ের এর বর্তমান ক্যাম্পাস ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে অবস্থিত। এখানে আসার জন্য সব ধরনের পরিবহন রয়েছে। আগের ক্যাম্পাসটি ধানমন্ডিতে অবস্থিত ছিল।

গবেষণা এবং প্রকাশনা[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও বিকাশ কেন্দ্র হিসাবে একটি গবেষণা কেন্দ্র রয়েছে। গবেষণা অধ্যয়ন ও পরামর্শ প্রকল্পগুলির সুবিধার্থে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতির উপর গবেষণা, সেমিনার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়টি “দ্য ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নাল” দ্বিবার্ষিক রেফারকৃত সাময়িকী প্রকাশ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০১৪ তারিখে, Massage from VC.
  2. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  3. "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"www.ugc-universities.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]