এস এম আকরাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস এম আকরাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ১ আক্টোবর ২০০১
পূর্বসূরীআবুল কালাম
উত্তরসূরীআবুল কালাম
ব্যক্তিগত বিবরণ
জন্মনারায়ণগঞ্জ জেলা
রাজনৈতিক দলনাগরিক ঐক্য, বাংলাদেশ আওয়ামী লীগ

এস এম আকরাম বাংলাদেশের রাজনীতিবিদ, সাবেক সরকারী আমলা ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সাংসদ। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

এস এম আকরাম [[নারায়ণগঞ্জ জেলা,বন্দর,আলীনগর |নারায়ণগঞ্জের]] বন্দরে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

এস এম আকরাম সরকারী চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।[১] ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের অন্য একটি আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়।[৩][৪]

৩০ অক্টোবর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনে কাজ করেন।[৫]

উপনির্বাচনে ২৫ মে ২০১৪ সালে উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন।[৬][৭]

এর পর নাগরিক ঐক্যে যোগদেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এস এম আকরাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "আওয়ামী লীগ ছাড়লেন এস এম আকরাম"www.prothom-alo.com। ২০১১-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ 
  4. ডটকম। "নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে লড়বেন এস এম আকরাম"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৪-০৫-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ 
  5. "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকলে অবশ্যই যেতে হবে : এস এম আকরাম"NewsNarayanganj24.net। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "এস এম আকরামের মনোনয়নপত্র সংগ্রহ"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ 
  7. JugerChinta24.com। "নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এস.এম আকরাম"jugerchinta24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]