ওকলাহোমা রাজ্য মহাসড়ক-৩০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

State Highway 30 marker

State Highway 30

পথের তথ্য
ODOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৮৪.৪ মা[১] (১৩৫.৮ কিমি)
অস্তিত্বকালমার্চ ৩১,১৯৩৬[২]–বর্তমান
প্রধান সংযোগস্থল
দক্ষিণে প্রান্ত:ইউএস ৬২, হোলিসে।
উত্তরে প্রান্ত:ডারহাম।
মহাসড়ক ব্যবস্থা
  • ওকলাহোমা অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
SH-২৯ SH-৩১
Southbound in Erick, Oklahoma

রাজ্য মহাসড়ক ৩০ (সংক্ষেপে-এসএইচ ৩০) ওকলাহোমা রাজ্যের একটি প্রধান মহাসড়ক। এর যাত্রাপথ হলো রাজ্যের পশ্চিম প্রান্ত দিয়ে দক্ষিণ-উত্তরে ৮৪.৪ মাইল, ইউএস হাইওয়ে ৬২ হোলিস থেকে ডারহাম শহরে,এসএইচ-৩৩ এর ২ মাইল উত্তরে। মহাসড়কটি হারমন, বেকহাম এবং রজার মিল কান্টির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। এসএইচ-৩০ মহাসড়কটির উল্লেখযোগ্য কোনো সংযোগকারী সড়ক নেই।

৩১ মার্চ, ১৯৩৬ সালে সর্বপ্রথম সড়কটির এরিখ থেকে সুইটওয়াটার পর্যন্ত সড়ক প্রসারণের কাজ করা হয় এবং এসএইচ-৩০ নাম লাভ করে। ধীরে ধীরে সড়কটির উন্নয়নের কাজ করা হয় এবং ১৯৭০ সালে এটি বর্তমান রাস্তার রূপ ধারণ করে।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

এসএইচ-৩০ সড়কটি, ইউএস-৬২ হোলিস থেকে শুরু হয় এবং হারমন কান্টির দিকে চলে যায়।এটি উওর দিকে ফাঁকেফাঁকে অবস্থিত পাহাড়ের মধ্য দিয়ে অনিবন্ধিত ম্যাকনাইট উপনিবিশের দিকে চলে যায়, এরপ্রায় ৬ মাইল পরেই হোলিস অবস্থিত।পরবর্তীতে ম্যাকনাইট এর উত্তরে মহাসড়কটি রেড নদীর সল্ট ফর্ক অতিক্রম করে।ম্যাকনাইট এর ৯ মাইল উত্তরে এসএইচ-৩০ সড়কটির সাথে এসএইচ-৯ সড়কের সংযোগ হয়। [৩] পরবর্তী ২২ মাইল এসএইচ-৩০ সড়কটি ওকলাহোমার পশ্চিম প্রান্ত দিয়ে টেক্সাস রাজ্য সড়কের সাথে সমান্তরালে অতিক্রান্ত হয়, সাধারনত: যেটার অবস্থান মূল সড়কের ৫ মাইল পশ্চিমে। [৪] পরবর্তীতে মহাসড়কটি বেকহাম কান্টি অতিক্রম করার আগে রেড নদীর ইলম ফর্ক এর উপর অবস্থিত ২ মাইল লম্বা সেতু অতিক্রম করে। [৩]

এরিখ এর ২ মাইল পশ্চিমে এসএইচ-৩০ সড়কটির সাথে আন্তঃরাজ্য ৪০ বিজনেস সড়কের ছেদ হয়।এসএইচ-৩০ সড়কটি শুরু হয় কিছু ব্যবসায়িক বনিবনার মাধ্যমে যেটি কিনা পরবর্তীতে শহরের পূর্ব দিকে চলে যায়। এরিখে,এসএইচ-৩০ সড়কটি আবার উওর দিকে ঘুরে যায়,এরপর আন্তঃরাজ্য ৪০ সড়কের সাথে আন্তঃপরিবর্তন করে রেড নদীর দক্ষিণ ফর্ক অতিক্রম করে এবং অনিবন্ধিত মেফিল্ড অতিক্রম করে।এরিখ হতে আনুমানিক ১৫ মাইল উত্তরে,সুইটওয়াটারে মহাসড়কটির সাথে এসএইচ-১৫২ সড়কের ছেদ হয়।এর পরিপ্রেক্ষিতে সড়কটি রজার মিল কান্টি অতিক্রম করে। [৪]

সুইটওয়াটার থেকে সড়কটি উত্তরে এসএইচ-৪৭ পর্যন্ত প্রায় ১৪ মাইল যাত্রা করে,যেটা ৩ মাইল পরে রেয়ডন শহরের সাথে সংযুক্ত হয়।রেয়ডন ছেড়ে এসএইচ-৩০ সড়কটি ব্লেক কেটল ন্যাশনাল গ্রাসল্যান্ড অতিক্রম করে এবং ১২ মাইল উত্তরে এসএইচ-৩৩ এর সাথে সংযুক্ত হয়।এসএইচ-৩৩ অতিক্রম করার পর এসএইচ-৩০ সড়কটি ২ মাইল অতিক্রম করে এবং ডারহামের স্থানীয় টার্মিনাসে পৌছায়।[৪]

ইতিহাস[সম্পাদনা]

মার্চ ৩১,১৯৩৬ সালে রাজ্য সড়ক ৩০ কে জাতীয় মহাসড়ক ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়।সেই সময়ে এসএইচ-৩০ সড়কটি, ইউএস ৬৬ থেকে শুরু হয়ে সেই সময়ে নামাঙ্কিত এসএইচ-৪১(বর্তমানে এসএইচ-১৫২) সুইটওয়াটারে পৌছায়। একই বছর ১৮ই নভেম্বর সড়কটিকে পশ্চিমে ইউএস-৬৬ পর্যন্ত বর্ধিত করা হয়, পরবর্তীতে দক্ষিণে এর বর্তমান অবস্থানে ইউএ-৬২, হোলিস পর্যন্ত বর্ধিত করা হয়। [২] ১৯৩৭ সালে সর্বপ্রথম এসএইচ-৩০ সড়কের মানচিত্র প্রদর্শন করা হয়।[৫]

ঐ বছরেই মহাসড়কটির প্রায় অনেকখানি অংশ জাতীয় মহাসড়ক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়।১৯ অক্টোবর ১৯৩৭ সালে এসএইচ-৯ ও ইউএস-৬৬ সড়কের মধ্যবর্তী অংশ রক্ষনাবেক্ষনের জন্য মহাসড়ক বিভাগ নিয়ে নেয়। [২] এসএইচ-৩০ এখন পর্যন্ত ১৯৩৮ সালের জাতীয় মহাসড়কের মানচিত্রের ন্যায় রয়েছে কিন্তু এর ড্যাশ আকারের রেখাগুলিই বলে দেয় এর রক্ষনাবেক্ষন হয়না।[৬] ১৯৪০ সালের সংস্করণে এসএইচ-৩০ সড়কের সম্পূর্ণ অংশ মানচিত্রে উল্লেখ করা হয়নি,শুধুমাত্র এসএইচ-৯ হতে এরিখের পশ্চিমে ইউওএস-৬৬ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।যার ফলে এসএইচ-৩০ সড়ক দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি অংশ হলো হোলিস থেকে এসএইচ-৯ পর্যন্ত এবং অপরটি এরিখ ও সুইটওয়াটার এর মধ্যবর্তী অংশ। [৭]

১৪ই এপ্রিল ১৯৪১ সালে, এসএইচ-৩০ সড়কের দক্ষিণ প্রান্ত আরো দক্ষিণ দিকে বর্ধিত করা হয়।[২] পরে মহাসড়কটি ইউএস-৬২ ধরে পূর্বে হোলিসের দিকে যাত্রা করে। পরে গ্লাউড নামক স্থানে সড়কটি দক্ষিণ দিকে ঘুরে যায় যেটা আগে ফার্ম থেকে বাজারের রাস্তা নামে পরিচিত ছিল।পরে এই সড়কটি পূর্ব দিকে ঘুরে যায় এবং এসএইচ-৩৪,এসএইচ-৪৪ এল্ডারডোতে গিয়ে শেষ হয়।এই বর্ধিত অংশটিই বর্তমানে এসএইচ-৫ সড়ককে বেষ্টন করে রাখে।[৮] জানুয়ারী ১৯৪২ সালে এই বর্ধিত অংশটিই এসএইচ-৩০ সড়ককে এসএইচ-৯০ সড়কে বিভক্ত করে। [৯]

এসএইচ-৯ থেকে এরিখ পর্যন্ত সড়ক স্থাপন করার মাধ্যমে ১৩ই আগস্ট ১৯৪৫ সালে দুইভাগে বিভক্ত এসএইচ-৩০ সড়কটিকে পুনরায় একিভূত করা হয়।[২] এই নতুন সড়কটিকে তিন মাস পর ২১শে নভেম্বর উত্তর দিকে কিছুটা বর্ধিত করা হয়।পরবর্তীতে সুইটওয়াটারের উত্তর দিক থেকে রেয়ডন পর্যন্ত সড়কটিকে আবার বর্ধিত করা হয়। ১৯৫৫ সালের ৭ই ফেব্রুয়ারি সড়কটিকে উত্তরে ডারহাম পর্যন্ত বর্ধিত করা হয়।[২][১০]

১৯৫০সালের শেষের দিক থেকে ১৯৬০ সাল পর্যন্ত এসএইচ-৩০ সড়কটি দক্ষিণে টেক্সাস রাজ্য সড়কের দিকে বর্ধিত করা হয়। ১৮ই ফেব্রুয়ারি ১৯৫৮ সালে সড়কটিকে পশ্চিমে ইউএস-৬২ পর্যন্ত বর্ধিত করা হয়,এরপর উত্তর- দক্ষিণ টেক্সাস রাজ্য সড়কের পূর্বে এবং মূল সড়কের ২ মাইল দক্ষিণে বিভক্ত হয়।[২] দক্ষিণ ওকলাহোমা-টেক্সাস বাউন্ডারির রেড নদীর প্রেরারি ডগ টাউন ফর্ক এর উপর অবস্থিত সেতুর উপর মহাসড়কটি শেষ হয়।[১১] ২রা মার্চ ১৯৭০ সালে সড়কটি হোলিসের দিকে চলে যায়।[২]

সংযোগস্থলের তালিকা[সম্পাদনা]

কাউণ্টিঅবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
হারমনহোলিস০.০০.০ইউএস-৬২দক্ষিণ প্রান্ত
১৫.১২৪.৩এসএইচ-৯
বেকহাম৩৭.০৫৯.৫আই-৪০ বাসপশ্চিমে আই-৪০ বাস
এরিখ৩৯.০৬২.৮আই-৪০ বাসপূর্বে আই-৪০ বাস
৩৯.৯৬৪.২আই-৪০আন্তঃপরিবর্তন,আই-৪০ প্রস্থান-৭
রজার মিলসসুইট ওয়াটার৫৪.৫৮৭.৭এসএইচ-১৫২
রেঙ্কিন৬৮.৫১১০.২এসএইচ-৪৭দক্ষিণে এসএইচ-৪৭
রেয়ডন৭১.৪১১৪.৯ SH-47এসএইচ-৪৭
৮২.৪১৩২.৬এসএইচ-৩৩
ডারহাম৮৪.৪১৩৫.৮E0810 রোড[৩]উত্তর প্রান্ত
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গুগল (সেপ্টেম্বর ১৪, ২০১৩)। "ওকলাহোমা রাজ্য মহাসড়ক-৩০" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  2. টেমপ্লেট:Odot-history
  3. Oklahoma Atlas and Gazetteer (মানচিত্র)। 1:200,000। DeLorme। ২০০৬। 
  4. Official State Map (পিডিএফ) (মানচিত্র) (2009–10 সংস্করণ)। Oklahoma Department of Transportation। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৮ 
  5. Map Showing Condition of Improvement of the State Highway System (পিডিএফ) (মানচিত্র) (April 1937 সংস্করণ)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  6. Map Showing Condition of Improvement of the State Highway System (পিডিএফ) (মানচিত্র) (April 1938 সংস্করণ)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  7. Map Showing Condition of Improvement of the State Highway System (পিডিএফ) (মানচিত্র) (April 1940 সংস্করণ)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  8. Map Showing Condition of Improvement of the State Highway System (পিডিএফ) (মানচিত্র) (April 1941 সংস্করণ)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  9. Map Showing Condition of Improvement of the State Highway System (পিডিএফ) (মানচিত্র) (January 1942 সংস্করণ)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  10. Oklahoma's Highways 1956 (পিডিএফ) (মানচিত্র)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 
  11. 1958 Oklahoma Road Map (পিডিএফ) (মানচিত্র)। Oklahoma Department of Highways। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata