বিষয়বস্তুতে চলুন

চন্ডী মন্দির, কুড়িগ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্ডী মন্দির, কুড়িগ্রাম
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকুড়িগ্রাম
ঈশ্বরদেবী চন্ডী
অবস্থান
দেশবাংলাদেশ
স্থাপত্য
ধরনহিন্দু মন্দির
সৃষ্টিকারীজমিদার রাণী সত্যবর্তী
প্রতিষ্ঠার তারিখমোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে (১৬৫৮-১৭০৭) নির্মিত

চন্ডী মন্দিরটি মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়ে জমিদার রাণী সত্যবর্তী দ্বারা নির্মিত বলে একাধিক ঐতিহাসিক সূত্রে জানা যায়। ১৮৯৭ সালের ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় ।[১]

অবস্থান[সম্পাদনা]

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিমি পূর্বদিকে ধামশ্রেণী নামক স্থানে অবস্থিত। মন্দিরটি দেখতে অনেকটা কালীমন্দিরের ন্যায় । এখানেই ছিল বাহারবন্দ পরগণার সদর দপ্তর এবং জমিদার ছিলেন রাণী সত্যবর্তী। এই এলাকায় সেই সময়ের সিদ্ধেশ্বরী কালীমন্দির নামে আরেকটি মন্দির আছে ।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক চন্ডী মন্দির"www.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. টেলিভিশন, Ekushey TV | একুশে। "ঘুরে আসুন কুড়িগ্রাম"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬