বিষয়বস্তুতে চলুন

জন বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন বিভাগ
গঠিত১৯৭২; ৫২ বছর আগে (1972)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
সচিব
সম্পদ বড়ুয়া
ওয়েবসাইটbangabhaban.gov.bd

জন বিভাগ বাংলাদেশের রাষ্ট্রপতির কাজে সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে তৈরিকৃত রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনস্থ একটি বিভাগ।[১] সম্পদ বড়ুয়া এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব।[২]

কার্যক্রম[সম্পাদনা]

জন বিভাগ নিম্নোক্ত কার্যাবলী সম্পাদনা করে;[৩]

  1. রাষ্ট্রপধান হিসাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সাংবিধানিক , আইনগত এবং নির্বাহী কার্যাবলি সম্পাদনে সাচিবিক সহায়তা প্রদান।
  2. রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল পরিচালনায় সহায়তা।
  3. রাষ্ট্রপতির বানী ও ভাষণ প্রস্তুতে সাচিবিক সহায়তা প্রদান।
  4. বিভাগের আর্থিক বিষয়াদিসহ প্রশাসনিক কার্যক্রম।
  5. জনসংযোগ ও প্রেস/মিডিয়া বিষয়ক কার্যাবলী।
  6. বিভাগের কর্মচারীদের কল্যাণ সাধনমূলক কার্যাবলী।
  7. এ বিভাগ সম্পর্কিত যে কোন বিষয়ে তথ্য ও উপাত্ত বিন্যাস/প্রদান।
  8. এ কার্যালয় সম্পর্কিত সকল আইন ও বিধি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন।
  9. বার্ষিক বাজেট, সংশোধিত বাজেট প্রণয়ন এবং এ সংক্রান্ত যাবতীয় কার্য সম্পাদন।
  10. মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য প্রশাসনিক বিষয় এবং অন্যান্য বিষয় সম্পর্কিত মাসিক প্রতিবেদন তৈরি।
  11. সংসদে এই বিভাগ সম্পর্কিত প্রশ্ন উত্থাপিত হলে তার জবাব প্রস্তুতকরন।
  12. মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্তসমূহ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন।
  13. রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাষ্ট্রপতির কার্যালয়-বঙ্গভবন"bangabhaban.gov.bd 
  2. "রাষ্ট্রপতির কার্যালয়"bangabhaban.gov.bd 
  3. "রাষ্ট্রপতির কার্যালয়"bangabhaban.gov.bd