বিষয়বস্তুতে চলুন

জাতীয় পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতীয় পুরস্কার হলো যেকোন দেশ বা জাতীর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রদত্ত সম্মাননা সূচক পুরস্কার।[১]

প্রকার[সম্পাদনা]

প্রদানকারীর উপর নির্ভর করে জাতীয় পুরস্কারকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়:

  • সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার এবং
  • বেসরকারিভাবে প্রদত্ত পুরস্কার।

বাংলাদেশ[সম্পাদনা]

বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রাপককে প্রদত্ত স্বর্ণ পদক।

বাংলাদেশে সরকারিভাবে প্রদত্ত জাতীয় পুরস্কারগুলোর মধ্যে রয়েছে:[১][২]

পদক ও পুরস্কারের প্রদেয়সমূহ[সম্পাদনা]

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৪ নভেম্বর ২০১৯ তারিখে জারিকৃত জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত সংশোধিত নির্দেশাবলি মোতাবেক পুরস্কার/পদক প্রাপককে প্রদেয়সমূহ নিম্নরূপ:[৫]

  • স্বাধীনতা পদক : আঠার ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • একুশে পদক : আঠার ক্যারেট মানের পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার : বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে।
  • বেগম রোকেয়া পদক : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, একটি সম্মাননাপত্র এবং (ক) আজীবন সম্মাননাপ্রাপ্তকে তিন লক্ষ টাকা; (খ) শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (গ) শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (ঘ) শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (ঙ) শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে দুই লক্ষ টাকা; (চ) অন্যান্য ক্ষেত্রে এক লক্ষ টাকা।
  • জাতীয় ক্রিড়া পুরস্কার : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, এক লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।

ভারত[সম্পাদনা]

ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

ভারতে সরকারিভাবে প্রদত্ত জাতীয় পুরস্কারগুলোর মধ্যে রয়েছে:

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. খান, সানজিদা (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭ 
  2. "জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলি (১৫/০৫/২০১৭)" (পিডিএফ)বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  3. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ
  4. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ
  5. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ

বহিঃসংযোগ[সম্পাদনা]