বিষয়বস্তুতে চলুন

জাদুগাডু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাদুগাডু
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকযোগী
প্রযোজকভি.ভি.এন. প্রসাদ
রচয়িতাপি. মধুসূদন
শ্রেষ্ঠাংশেনাগা শৌর্য
সোনারিকা ভাদোরিয়া
আশিষ বিদ্যার্থী
অজয়
সুরকারসাগর মাহাথি
সম্পাদকএম.আর বর্মা
প্রযোজনা
কোম্পানি
সত্যা এন্টারটেইনমেন্টস
মুক্তি
  • ২৬ জুন ২০১৫ (2015-06-26)
দেশভারত
ভাষাতেলুগু

জাদুগাডু (বাংলা: জাদুকর) ২০১৫ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন যোগী এবং সত্যা এন্টারটেইনমেন্টসের ব্যানারে প্রযোজনা করেছেন ভি.ভি.এন প্রসাদ। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নাগা শৌর্যসোনারিকা ভাদোরিয়া এবং আশিষ বিদ্যার্থী ও অজয় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে সোনারিকা ভাদোরিয়া টলিউডে অভিষেক করেন। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ২০১৫ সালের ২৬ জুন মুক্তি পেয়েছিল।[১]

অভিনয়ে[সম্পাদনা]

সাউন্ডট্র‍্যাক[সম্পাদনা]

জাদুগাডু
সাগর মাহাথি
কর্তৃক সাউন্ডট্র‍্যাক
মুক্তির তারিখ২১ এপ্রিল ২০১৫ (2015-04-21)
ঘরানাচলচ্চিত্র আওঙ্গীত
দৈর্ঘ্য১৯:২৪
সঙ্গীত প্রকাশনীম্যাঙ্গো মিউজিক

২০১৫ সালের ২১ এপ্রিল চলচ্চিত্রটির অডিও প্রকাশ করা হয়।[৩] চলচ্চিত্রটির সঙ্গীতে সুর করেছেন মণি শর্মার ছেলে সাগর মাহাথি।[৪] এই চলচ্চিত্রটির সাউন্ডট্র্যাক ম্যাঙ্গো মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছিল।

ট্র্যাক তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."জাদুগাডু (শিরোনাম সঙ্গীত)"শ্রীমানীসাগর মাহাথিরম্যা বেহারা২:০৪
২."গোলা চেদ্দামে"ভারিকুপ্পালা যাদাগিরিসাগর মাহাথিস্বীকার অগস্থী, এম. এম. মানসি৪:৩০
৩."এবিসি এবিসি"শ্রীমানীসাগর মাহাথিবিজয় প্রকাশ, রম্যা বেহারা৩:৫৮
৪."কধা মুদিরেগা"বিশ্বসাগর মাহাথিকুণাল গাঞ্জাওয়ালা৩:৫৪
৫."মাসুগুডু"ভারিকুপ্পালা যাদাগিরিসাগর মাহাথিউমা নেহা৪:২৮
মোট দৈর্ঘ্য:০০:১৯:২৪

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২৬ জুন ২০১৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jadoogadu: Where's the magic?"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৬-২৬। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  2. "Sonarika Bhadoria to debut in T-Town? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  3. "Jadoogadu's audio soon in offing - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  4. "Son Of Mani Sharma for 'Jadoogadu'"IndiaGlitz.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  5. "'Jadoogadu' to release on June 26th - Telugu News"IndiaGlitz.com। ২০১৫-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]