জান্নাতুল মুয়াল্লা

স্থানাঙ্ক: ২১°২৬′১৩″ উত্তর ৩৯°৪৯′৪৫″ পূর্ব / ২১.৪৩৬৯৪° উত্তর ৩৯.৮২৯১৭° পূর্ব / 21.43694; 39.82917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জান্নাতুল মুয়াল্লা
জান্নাতুল মুয়াল্লা
মানচিত্র
বিস্তারিত
প্রতিষ্ঠাকালইসলামপূর্ব যুগ
অবস্থান
দেশসৌদি আরব
প্রকারমুসলিম
মালিকানারাষ্ট্র

জান্নাতুল মুয়াল্লা ( جنة المعلى - Garden of the Mualla ) সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। এখানে মুহাম্মদ সা.এর স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ, দাদা ও অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯২৫ সালের পূর্বে উসমানীয় যুগে জান্নাতুল মুয়াল্লা।

হিজরতের পূর্বে মুহাম্মদ সঃ এর অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার তা ধ্বংস করে দেয়।

সমাহিত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ[সম্পাদনা]

এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন,

ধ্বংসের পূর্বে খাদিজা বিনতে খুওয়াইলিদের মাজার।

ধ্বংস[সম্পাদনা]

১৯২৫ সালে আবদুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল মুয়াল্লার মাজারগুলো ধ্বংস করা হয়। একই বছর জান্নাতুল বাকির মাজারগুলোও ধ্বংস করা হয়। এসময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব ধ্বংস করে ফেলা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]