বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০১৮

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাতারগুল জলাবন[সম্পাদনা]

রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।

-- ব্যবহারকারী Mayeenul Islam (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন এম আবু সাঈদ (আলাপ) ০৫:১৯, ১৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিকল্প প্রস্তাবনায়  সমর্থন দিচ্ছি। এভাবে করা যায়, তবে অনেক তথ্যসূত্রে এরকম কাজ না করতেও দেখা যায়। যা সত্যিই গোলমেলে এবং হতাশাজনক। --আবু সাঈদ (আলাপ) ০৭:২৬, ১৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
বিকল্প প্রস্তাবনায়  সমর্থন দিচ্ছি।--মহামতি মাসুম (আলাপ) ১০:৫৬, ১৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এমন তথ্যসূত্র না পাওয়া পর্যন্ত আজাকিতে দেওয়া যাচ্ছে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সিলেট বিভাগ[সম্পাদনা]

Tea gardens in Srimangal

  • ...সিলেট বাংলাদেশের একমাত্র বিভাগ যার চারটি জেলার মধ্যে তিনটিই চা উৎপাদনকারী জেলা?

-- ব্যবহারকারী Ragib (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন এম আবু সাঈদ (আলাপ) ১২:৩০, ১৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

পুরনো তথ্যসূত্র পরিবর্তন করে নতুন তথ্যসূত্র যোগ করা হয়েছে, যেখানে 'চায়ের ডাটাবেজ' এর মাধ্যমে চা উৎপাদনকারী জেলাসমূহকে উপস্থাপন করা হয়েছে। তবে এক্ষেত্রেও উক্ত বিষয়টি উল্লেখ করা হয়নি। --আবু সাঈদ (আলাপ) ০২:৫৫, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত এক্ষেত্রে সম্ভবত তথ্যসূত্রে পরিষ্কারভাবে উল্লেখ না থাকলে দেওয়া যাবে না কারণ বাক্যটির আকর্ষনীয় তথ্যই হলো এটি যার তথ্যসূত্র লাগবে। দেখা যাক পরে যদি পাওয়া যায় দেওয়া যাবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৪, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিনায়ক দামোদর সাভারকর[সম্পাদনা]

বিনায়ক দামোদর সাভারকর

-- ব্যবহারকারী Jayantanth (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Che12Guevara (আলাপ) ০৮:৪২, ১৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

  • প্রথমত, নিবন্ধটি বড় নয়। দ্বিতীয়ত, তথ্যগুলোর যে তথ্যসূত্র নিবন্ধে রয়েছে সেগুলো যাচাইযোগ্য নয় এবং তথ্যের ধরন থেকে প্রতিয়মান যে, তথ্যটি নিজেই বিতর্কিত। তৃতীয়ত, তথ্যটি আকর্ষনীয় নয় এবং কিছুটা নেগেটিভ ভাবধারার যা আজাকিতে প্রদর্শন করা আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০০, ১৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কৈবর্ত বিদ্রোহ[সম্পাদনা]

রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে সংঘটিত কৈবর্ত বিদ্রোহকে বাংলাদেশ এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ হিসেবেও অভিহিত করা হয়?----- ব্যবহারকারী হামিদ আবরার খান (আলাপ)কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ ও স্বমনোনীত । ১৯:২৬, ১০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

কোন তথ্যসূত্র নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৩, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আল-হারিস ইবনে সুরাইজ[সম্পাদনা]

তথ্য যাচাইযোগ্য নয়। এছাড়া নিবন্ধে বিষয়টি পরিষ্কার নয়। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৬, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন