তাঝহেলি স্পুটনিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাঝহেলি স্পুটনিক
নামভেনেরা ১ভিএ নং. ১
স্পুটনিক-৭
অভিযানের ধরনশুক্র প্রভাবক
পরিচালকএকাডেমি অভ সায়েন্স অভ দ্য সোভিয়েত ইউনিয়ন
হার্ভার্ড পদবী১৯৬১ বেটা ১
সিওএসপিএআর আইডি১৯৬১-০০২এ
এসএটিসিএটি নং৭১
অভিযানের সময়কালউড্ডয়ন ব্যর্থ
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানের ধরন১এমভি নং. ১
প্রস্তুতকারকওকেবি-১
উৎক্ষেপণ ভর৬,৪৮৩ কিলোগ্রাম (১৪,২৯৩ পা)
শুষ্ক ভর৬৪৪ কিলোগ্রাম (১,৪২০ পা)
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখ৪ ফেব্রুয়ারি ১৯৬১, ০১:১৮:০৩ (1961-02-04UTC01:18:03Z); ইউটিসি
উৎক্ষেপণ রকেটমোলনিয়া ৮কে৭৮/এল১-৬
উৎক্ষেপণ স্থানবাইকোনুর, সাইট ১/৫
অভিযানের সমাপ্তি
ক্ষয়ের তারিখ২৬ ফেব্রুয়ারি ১৯৬১ (1961-02-27)
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ
তথ্য ব্যবস্থাভূকেন্দ্রিক কক্ষপথ
আমলনিম্ন পৃথিবী কক্ষপথ
পরাক্ষ৬,৬৪৩ কিলোমিটার (৪,১২৮ মা)
উৎকেন্দ্রিকতা০.০০৭৯৭
পেরিজিইই২১২ কিলোমিটার (১৩২ মা)
অ্যাপোজিইই৩১৮ কিলোমিটার (১৯৮ মা)
নতি৬৪.৯৫°
পর্যায়৮৯.৪ মিনিট
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু৩ ফেব্রুয়ারি ১৯৬১,
২০:১৮:০৪; ইউটিসি[১]
----
ভেনেরা কর্মসূচি
ভেনেরা ১

তাঝহেলি স্পুটনিক (রুশ: Тяжёлый Спутник; অর্থ: ভারী কৃত্রিম উপগ্রহ), যা এর উন্নয়ন কর্মকাণ্ডের ফলে ভেনেরা ১ভিএ নং. ১ নামেও পরিচিত[২] এবং পশ্চিমাদের নিকট স্পুটনিক ৭ নামে চিহ্নিত, হলো ১৯৬১ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত নভোযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরিত প্রথম মহাকাশযান হতে পারতো। এর উর্ধ্ব-স্তরে সমস্য সৃষ্টির কারণে এটি নিম্ন পৃথিবী কক্ষপথ পেরোতে ব্যর্থ হয়।

উৎক্ষেপণ[সম্পাদনা]

তাঝহেলি স্পুটনিককে মোলনিয়া ৮কে৭৮ উৎক্ষেপক যানে করে উৎক্ষেপণ করা হয়। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে ০১:১৮:০৩ ইউটিসিতে বাইকোনুর কসমোড্রোমের সাইট ১/৫ থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়েছিলো।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NASA - NSSDCA - Spacecraft - Trajectory Details"nssdc.gsfc.nasa.gov। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২  এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
  2. Zak, Anatoly। "Russia's unmanned missions to Venus"। RussianSpaecWeb। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১১ 
  3. McDowell, Jonathan। "Launch Log"। Jonathan's Space Page। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Orbital launches in 1961