বিষয়বস্তুতে চলুন

তাদাহিরো সেকিমোতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাদাহিরো সেকিমোতো
জন্ম(১৯২৬-১১-১৪)১৪ নভেম্বর ১৯২৬
মৃত্যু১১ নভেম্বর ২০০৭(2007-11-11) (বয়স ৮০)
জাতীয়তাজাপানি
মাতৃশিক্ষায়তনটোকিও বিশ্ববিদ্যালয়
পুরস্কারআইইইই মেডেল অব অনার (২০০৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল

তাদাহিরো সেকিমোতো একজন জাপানি ইলেক্ট্রনিক প্রকৌশলী।

জীবনী[সম্পাদনা]

সেকিমোতো ১৯২৬ সালের ১৪ নভেম্বর জাপানে জন্মগ্রহণ করেন। তিনি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৬২ সালে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৫ সালে এনইসি এর হেড অব রিসার্চ হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৮০ সালে এনইসি এর প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি ১৯৯৪ সালে এনইসি এর চেয়ারম্যান নিযুক্ত হন। তার ৩৫টি জাপানি প্যাটেন্ট এবং ৫টি বিদেশী প্যাটেন্ট রয়েছে। [১][২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]