বিষয়বস্তুতে চলুন

তেজপুর মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেজপুর মহাবিদ্যালয়
তেজপুর মহাবিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের তোরণ
ধরনমহাবিদ্যালয়
স্থাপিত১৯৬৫
সভাপতিশ্রী শৈলজা কুমার পদ্মপতি
অধ্যক্ষড° চারু নাগরিক নাথ
অবস্থান, ,
ওয়েবসাইটtezpurcollege.com

তেজপুর মহাবিদ্যালয় আসামের তেজপুর শহরে, ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পারে তেজপুর কেন্দ্রীয় কারাগারের পশ্চিম দিকে এবং অগ্নিগড় পাহাড়ের নিচেই কাছে অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি ১৯৬৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। দুলাল চন্দ্র ভট্টাচার্য এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রচেষ্টার মূল কাণ্ডারী ছিলেন। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন কুমার পদ্ম প্রসাদ। ১৯৬৭ সালে চন্দ্র মোহন মেধি দেবকে সর্বপ্রথম স্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দেয়া হয়।

পথ নির্দেশনা[সম্পাদনা]

তেজপুর শহর আসামের রাজধানী গুয়াহাটি থেকে বাসে প্রায় চার ঘণ্টা এবং বায়ুপথে প্রায় 3৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এর নিকটতম অসামরিক বিমানকোঠা শালনি অল্প দূরত্বে। তেজপুরে আসামের যেকোনো স্থান থেকে বাস এবং অন্যান্য বাহনের সচল যোগাযোগ ব্যবস্থাও আছে। স্থানীয়ভাবে এখানে অটোরিক্সা এবং রিক্সার সহায়তায় কম খরচে ভ্রমণ করা যায়।

বিভাগ ও পাঠ্যক্রমসমূহ[সম্পাদনা]

তেজপুর মহাবিদ্যালয়

বিভাগসমূহ[সম্পাদনা]

মহাবিদ্যালয়টিতে বর্তমানে নিম্নোলিখিত বিভাগসমূহ আছে-

  1. অসমীয়া
  2. অর্থনীতি
  3. ইতিহাস
  4. ইংরেজি
  5. উদ্ভিদবিজ্ঞান
  6. গণিত
  7. যুক্তিবিদ্যা ও দর্শন
  8. বাণিজ্য
  9. ভূগোল
  10. রাষ্ট্রবিজ্ঞান

পাঠ্যক্রম[সম্পাদনা]

তেজপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাঠ্যক্রমের ব্যবস্থা আছে। নিচের তালিকায় বর্তমানে উপলব্ধ পাঠক্রমের উল্লেখ করা হল-

উচ্চ মাধ্যমিক[সম্পাদনা]

  • কলা
  • বাণিজ্য[১]

মহাবিদ্যালয়ের সুবিধাসমূহ[সম্পাদনা]

  • গ্রন্থাগার
  • ছাত্রীনিবাস
  • ছাত্রীনিবাস
  • খেলার মাঠ

স্নাতক পাঠ্যক্রম[সম্পাদনা]

কলা শাখা

  • সাধারণ ইংরেজি (General English)
  • আধুনিক ভারতীয় ভাষা
    • অসমীয়া
    • হিন্দি
    • বাংলা
    • বৈকল্পিক ইংরেজি (আধুনিক ভাষার পরিবর্তে)
  • অর্থনীতি বিজ্ঞান
  • রাষ্ট্রবিজ্ঞান
  • দর্শন
  • ভূগোল
  • ইতিহাস
  • বৈকল্পিক অসমীয়া (Elective Assamese)

  • পেশাদারী পাঠ্যক্রম:
    • কম্পিউটার ব্যবহারের স্নাতক (bachelor of computer application)
    • তথ্য-প্রযুক্তি বিজ্ঞান স্নাতক (B.Sc. IT)

বাণিজ্য শাখা

  • সাধারণ স্নাতক পাঠক্রম
  • মেজর: একাউন্টেন্সী, ব্যবসায় পরিচালনা

উল্লেখযোগ্য সফলতাসমূহ[সম্পাদনা]

আবাসিক সুবিধা[সম্পাদনা]

সহ-শিক্ষা কার্ষযক্রম[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. tezpurcollege.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মে ২০১৫ তারিখে, আহরণ করা তারিখ: ০৯-০৯-২০১২