বিষয়বস্তুতে চলুন

দৌলতপুর দিবা নৈশ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলতপুর দিবা নৈশ কলেজ
দৌলতপুর দিবা নৈশ কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৬৯
অধ্যক্ষআ স ম আনিসুর রহমান
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়,
ওয়েবসাইটwww.daulatpurcollege.edu.bd

দৌলতপুর দিবা নৈশ কলেজ খুলনা যশোর মহাসড়কের দক্ষিণ পার্শে অবস্থিত। [১]

দৌলতপুর কলেজ (দিবারাত্রি) একটি শিক্ষা প্রতিষ্ঠান যা পাবলা দৌলতপুর দৌলতপুর খুলনায় অবস্থিত। এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN, হল 116953। 01 জুলাই, 1969-এ এটি প্রথম চালু হয়। দৌলতপুর কলেজের বিকল্প নাম (দিন-রাত্রি) হল দৌলতপুর কলেজ (দিবা-নৈশ)। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষা প্রদান করে: বিজনেস স্টাডিজ, মানবিক, বিজ্ঞান। এর এমপিও নম্বর 6003013202।

এটি দিনের শিফটে কাজ করে। এর ব্যবস্থাপনা হল গভর্নিং বডি। এর স্বীকৃতি সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতির স্তর হল সম্মাননা। স্কুল/কলেজের এমপিও লেভেলের এমপিও নম্বর 6003013202 এবং এমপিওর ধরন হ্যাঁ। দৌলতপুর কলেজ (দিবারাত্রি) যশোর শিক্ষা বোর্ডের অধীনে। যদিও অন্যান্য অনেক উচ্চ বিদ্যালয় অসংখ্য শৃঙ্খলা শেখায়, আপনি এই উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় অধ্যয়ন, মানবিক, বিজ্ঞানের মতো প্রধান শাখাগুলিকে খুঁজে পেতে পারেন।

এই ইনস্টিটিউটের ব্যবস্থাপনার ধরন হল গভর্নিং বডি। এটি যে অঞ্চলে অবস্থিত সেটি হল মেট্রোপলিটান এবং ভৌগোলিক অবস্থান সমভূমি হিসাবে। প্রতিষ্ঠানটি ৩ নং নির্বাচনী এলাকায়। দৌলতপুর কলেজে শিক্ষকদের গড় বয়স (দিন-রাত্রি) ৪৬ বছর।

দৌলতপুর কলেজ (দিবারাত্রি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই ইনস্টিটিউটের কলেজ কোড হল 0324। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিম্নলিখিত অনার্স এবং পাস কোর্সগুলি অফার করে: B. A. (পাস) (6001), B. S. S. (পাস) (6002), B. Sc। (পাস) (6003), বি.বি.এস. (পাস) (6004), বি.এস.এস. (রাত্রি পাস) (6022), বি.এসসি. (পাস নাইট) (6033), বি.বি.এস. (পাস নাইট) (6044), বাংলা (1001), ইংরেজি (1101), ইতিহাস (1501), ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি (1601), দর্শন (1701), রাষ্ট্রবিজ্ঞান (1901) , সমাজকর্ম (2101), অর্থনীতি (2201), অ্যাকাউন্টিং (2501), ব্যবস্থাপনা (2601)।

দৌলতপুর কলেজ (দিন-রাত্রি)

দৌলতপুর কলেজ (দিন-রাত্রি) প্রাথমিক তথ্য

বিকল্প নাম দৌলতপুর গ (দিবা-নৈশ)

EIIN 116953

01-07-1969 সালে প্রতিষ্ঠিত

স্বীকৃতি স্বীকৃত

স্বীকৃতির তারিখ 06-03-2011

স্বীকৃতি স্তর সম্মান

এমপিও লেভেল হ্যাঁ

এমপিও নম্বর 6003013202

সংস্করণ বাংলা

TYPE অনার্স

যশোর বোর্ড

শৃঙ্খলা বিজনেস স্টাডিজ, মানবিক, বিজ্ঞান

SHIFT দিন

ম্যানেজমেন্ট গভর্নিং বডি

অঞ্চল মেট্রোপলিটন

ভৌগলিক অবস্থান সমতল ভূমি

৩ নং নির্বাচনী এলাকা

ইতিহাস[সম্পাদনা]

ভবন ও শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এই কলেজটি তে দুইটি শিফট আছে। একটি দিন ও আরেকটি নৈশ। By: Aryan-0308

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রতিষ্ঠান পরিচিতি"http://www.nubd.info। ২০১৮-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)